হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা

শহীদ শরিফ ওসমান হাদিফাইল ছবি

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য ১ কোটি টাকা অনুদান অনুমোদন করেছেন। লালমাটিয়ার ‘দোয়েল টাওয়ারে’ ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে এ টাকা দেওয়া হচ্ছে, যা তাঁর স্ত্রী-সন্তানরা ব্যবহার করবেন। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহী শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান। প্রধান উপদেষ্টা তাঁর পরিবারের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।