ত্রুটি সারিয়ে ২০ মিনিটের লেনদেন দেশের প্রধান শেয়ারবাজারে

কারিগরি ত্রুটি সারানোর পর মাত্র ২০ মিনিটের লেনদেন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সব মিলিয়ে আজ সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ১ ঘণ্টা ৪৮ মিনিট। এর মধ্যে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার আগে ১ ঘণ্টা ২৮ মিনিট এবং ত্রুটি সারানোর পর ২০ মিনিট লেনদেন হয়।

আরও পড়ুন

এর আগে আজ সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর ১০টা ৪৮ মিনিটে এসে হঠাৎ করে দেখা যায় ব্রোকারেজ হাউস থেকে কোনো ক্রয় বা বিক্রয়াদেশ দেওয়া যাচ্ছে না। এতে বিনিয়োগকারীরা লেনদেনে অংশ নিতে পারেননি। ফলে বন্ধ হয়ে যায় লেনদেন। পরে ডিএসইর পক্ষ থেকে ত্রুটি খুঁজে বের করে তা সারিয়ে পুনরায় লেনদেন শুরু করা হয়। তবে ত্রুটি সারিয়ে আজ পুনরায় লেনদেন শুরু করা হবে কি না, তা আগাম জানানো হয়নি। ফলে ২টা ১০ মিনিটে লেনদেন শুরু হলেও অনেক বিনিয়োগকারী লেনদেনে অংশ নিতে পারেননি। এ কারণে লেনদেন অনেক কম হয়েছে।

শেয়ারবাজারে বর্তমানে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত টানা ৪ ঘণ্টা ২০ মিনিট লেনদেন চলে। সেখানে আজ সোমবার লেনদেন হয়েছে মাত্র ১ ঘণ্টা ৪৮ মিনিট।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৩৩৫ কোটি টাকার। লেনদেনের সঙ্গে কমেছে সূচকও। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৩৬ পয়েন্ট কমে নেমে এসেছে ৬ হাজার ৩০৮ পয়েন্টে। শেয়ারবাজারে বর্তমানে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত টানা ৪ ঘণ্টা ২০ মিনিট লেনদেন চলে। সেখানে আজ লেনদেন হয়েছে মাত্র ১ ঘণ্টা ৪৮ মিনিট।

ব্রোকারেজ হাউসগুলো যে যন্ত্রের মাধ্যমে ক্রয় বা বিক্রয়াদেশ দিয়ে থাকে সেখানেই কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। এ ত্রুটি সারাতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লেগে যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্রোকারেজ হাউসগুলো যে যন্ত্রের মাধ্যমে ক্রয় বা বিক্রয়াদেশ দিয়ে থাকে সেখানেই কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। এ ত্রুটি সারাতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লেগে যায়। ততক্ষণে স্বাভাবিক লেনদেনের সময়ও অতিক্রান্ত হয়। তবে ব্যাংকের লেনদেন চালু ছিল। ব্যাংকের লেনদেন চালু থাকায় ২টা ১০ মিনিটে আবার লেনদেন চালু করে ডিএসই, চলে বেলা আড়াইটা পর্যন্ত।
ঢাকার বাজারে লেনদেন বিঘ্নিত হলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বাভাবিক লেনদেন হয়েছে।