অবশেষে বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের আয়ের ওপর কর কমল

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনফাইল ছবি

অবশেষে বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) ও আনুতোষিক তহবিলের (গ্র্যাচুইটি ফান্ড) আয়ের ওপর থেকে কর কমানো হলো। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি এ দুটি তহবিলের আয়ের ওপর করহার কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে এনেছে। নতুন আয়কর আইনে তহবিল দুটির ওপর সাড়ে ২৭ শতাংশ কর বসানোর বিধান রাখা হয়। ভবিষ্য ও আনুতোষিক তহবিলের পাশাপাশি বার্ধক্য তহবিল ও পেনশন তহবিলের আয়ের ওপর করহার ১৫ শতাংশ করা হয়েছে।

এনবিআর ভবিষ্য ও আনুতোষিক তহবিলের ওপর করহার কমানোর বিষয়ে গত অক্টোবরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে একটি প্রস্তাব পাঠায়। অর্থমন্ত্রীর কাছ থেকে সম্মতি পাওয়ার পর এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

ভবিষ্য ও আনুতোষিক তহবিলের আয়ের ওপর করহার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার ফলে বেসরকারি চাকরিজীবীদের করভার কিছুটা লাঘব হলো।

নতুন আয়কর আইনে ট্রাস্ট ও তহবিলের আয়ের ওপর সাড়ে ২৭ শতাংশ হারে করপোরেট কর বসানোর বিধান করা হয়েছে। আগের আইনে সমজাতীয় ধারায় শুধু ব্যক্তিসংঘ, আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তি এবং অন্যান্য করারোপযোগ্য সত্তার ওপর সাড়ে ২৭ শতাংশ করপোরেট কর বসত। নতুন আইনে দুটি খাত (ভবিষ্য ও আনুতোষিক তহবিল) যুক্ত করা হয়।