দেখে নিন আজকের ঢাকার বাজারদর

মাংসের দোকানে ক্রেতাদের ভিড়। আজ শুক্রবার সকালে রাজধানীর ‘মোহাম্মদপুর কৃষি মার্কেট’ কাঁচাবাজারে
ছবি: রিসাদ মাহমুদ

কাঁচাবাজারে কোনো সুখবর নেই। অধিকাংশ পণ্যের দামই উচ্চ মূল্যে স্থিতিশীল। আজ শুক্রবার সকালে রাজধানীর ‘মোহাম্মদপুর কৃষি মার্কেট’ কাঁচাবাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সবজির মধ্যে প্রতি কেজি পটোল ও ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ১৪০ থেকে ১৬০, করলা ৭০ থেকে ৮০ এবং আলু ৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। আর ভারতীয় পেঁয়াজের কেজি ৬৫ থেকে ৭০ টাকা। দেশি-বিদেশি রসুনের কেজি ২২০ থেকে ২৪০ টাকা।

রাজধানীর ‘মোহাম্মদপুর কৃষি মার্কেট’ কাঁচাবাজারে আজ শুক্রবার সকালে মাছ বিক্রেতারা ক্রেতাদের অপেক্ষায়
ছবি: প্রথম আলো

আসুন, একনজরে দেখে নেওয়া যাক কয়েকটি নিত্যপণ্যের আজকের বাজারদর-

আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদ কৃষি মার্কেট বাজারের কয়েকটি পণ্যের দাম
গ্রাফিকস: প্রথম আলো