মিরসরাইয়ে ২৪০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা কোম্পানি

উচ্চমূল্যের বিভিন্ন পোশাক তৈরির কারখানা স্থাপনে চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে চীনা মালিকানাধীন কোম্পানি এসএসএইচ (বিডি) সাসটেইনেবল ফ্যাশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটি এ জন্য ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বা ২৪০ কোটি টাকা (প্রতি ডলার ১০০ টাকা ধরে) বিনিয়োগ করবে।

এসএসএইচ সাসটেইনেবল ফ্যাশন বছরে ৩ কোটি ৬০ লাখ জ্যাকেট, ব্লেজার, স্যুট, শার্ট, প্যান্ট, ট্রাউজার, জার্সি, টি-শার্ট, শর্টস, সুইমিংস্যুট, হুডি, ইউনিফর্মসহ বিভিন্ন ধরনের উচ্চমূল্যের পোশাক উৎপাদন করবে। কারখানাটি উৎপাদনে এলে সেখানে কর্মসংস্থান হবে ২ হাজার ৬২ জন বাংলাদেশির।  

আজ বুধবার রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও এসএসএইচ সাসটেইনেবল ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক সান জি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম, নাফিসা বানু প্রমুখ উপস্থিত ছিলেন।    

বাংলাদেশের বাইরে এসএসএইচ সাসটেইনেবল ফ্যাশনের মিয়ানমার, কম্বোডিয়া ও চীনে আরও ১১টি শিল্পকারখানা রয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৬টি প্রতিষ্ঠান বিনিয়োগের চুক্তি করেছে। তাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৩৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।