ব্যাংকাস্যুরেন্স সেবা চালু আগামী সপ্তাহ থেকে

কয়েকটি দেশি-বিদেশি ব্যাংক নীতিমালা মেনে ব্যাংকাস্যুরেন্স সেবা দিতে ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন নিয়েছে।

বিমা
প্রতীকী ছবি

ব্যাংকে বিমাপণ্য বেচাকেনার সেবা চালু হচ্ছে আগামী সপ্তাহ থেকে। প্রাথমিকভাবে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংকের কিছু শাখায় সেবাটি মিলবে। ধীরে ধীরে তাদের সব শাখায় এবং অন্যান্য ব্যাংকও ব্যাংকাস্যুরেন্স সেবা দেবে।

এর আগে আগামী ১ মার্চ জাতীয় বিমা দিবসে ব্যাংকাস্যুরেন্স সেবার উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবার জাতীয় বিমা দিবসের প্রতিপাদ্য ‘করব বিমা গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।

ব্যাংকাস্যুরেন্স সেবা চালুর জন্য ইতিমধ্যে একটি নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ব্যাংকগুলো করপোরেট এজেন্ট হিসেবে বিভিন্ন বিমাপণ্য ও সেবা বিক্রি করতে পারবে।

এ জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন নিতে হবে। একটি ব্যাংক একই সঙ্গে সর্বোচ্চ তিনটি জীবনবিমা ও তিনটি সাধারণ বিমার পণ্যসেবা বিক্রি করতে পারবে। যেসব ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণ ৫ শতাংশের কম, তারাই শুধু এই সেবায় যুক্ত হতে পারবে। ব্যাংকগুলোকে বিমাপণ্য বিক্রির পর গ্রাহকের বিমা দাবি পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করতে হবে।

জানা গেছে, কয়েকটি দেশি-বিদেশি ব্যাংক নীতিমালা মেনে ব্যাংকাস্যুরেন্স সেবা দিতে ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন নিয়েছে। গত মাসে প্রথম ব্যাংক হিসেবে সেবাটি চালুর অনুমতি পায় বেসরকারি সিটি ব্যাংক। এরপর ধীরে ধীরে অন্য ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমতি নেয়।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের ৩০ শাখা ও ৭টি সিটিজেম সেন্টারে বিমাসেবা ক্রয়-বিক্রয় করা হবে। এ জন্য ব্যাংকের ২৯২ জন কর্মী প্রশিক্ষণ নিয়েছেন। ধীরে ধীরে সব শাখায় সেবাটি মিলবে।’

জানা যায়, ব্যাংকাস্যুরেন্স সেবা দিতে বহুজাতিক বিমা কোম্পানি মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)।

গার্ডিয়ান লাইফের সঙ্গে চুক্তি করেছে দি সিটি, ডাচ্–বাংলা ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। প্রগতি লাইফ, গ্রিন ডেলটা ও পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে চুক্তি করেছে এমটিবি। এবি ব্যাংক চুক্তি করেছে প্রগতি লাইফের সঙ্গে। ব্যাংকগুলো তাদের কর্মীদের বিশেষ এই সেবা প্রদানের বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।

এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শুরুতে আমাদের ২০ শাখায় বিমাসেবা দেওয়া হবে। পরে সব শাখায় সেবাটি মিলবে। এ জন্য প্রস্তুতি চলছে।’