ইনস্যুরেন্স ফোরামের নতুন কমিটি ঘোষিত,বি এম ইউসুফ আলী আবার সভাপতি
বেসরকারি খাতের জীবনবিমা ও সাধারণ বিমা (নন-লাইফ) কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের (বিআইএফ) নতুন কমিটি ঘোষিত হয়েছে। পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলী আবার সংগঠনটির সভাপতি হয়েছেন। মহাসচিব হয়েছেন সেনাকল্যাণ ইনস্যুরেন্সের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম।
২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে বিআইএফ। গত সোমবার সংগঠনটির ২০২৫-২৬ মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার প্রগতি লাইফ ইনস্যুরেন্সের সিইও দেশের বাইরে থাকায় নতুন কমিটির ঘোষণা দেন দুই নির্বাচন কমিশনারের একজন আস্থা লাইফের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ সগিরুল ইসলাম।
নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। তফসিল অনুসারে, সোমবার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন না। ফলে চূড়ান্ত প্রার্থী তালিকার ১৭ সদস্যকেই নির্বাচিত ঘোষণা করা হয়।
বিআইএফের কার্যকরী নির্বাহী কমিটির প্রথম সহসভাপতি হয়েছেন তাকাফুল ইসলামী ইনস্যুরেন্সের সিইও আবুল কালাম আজাদ ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন। জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান ও বাংলাদেশ কো-অপারেটিভ ইনস্যুরেন্সের সিইও মো. নূরে আলম সিদ্দিকী—এই দুজন হয়েছেন যুগ্ম মহাসচিব।
এ ছাড়া বেঙ্গল ইসলামী লাইফের সিইও মুনশি মো. মনিরুল আলম অর্থ সম্পাদক, ট্রাস্ট ইসলামী লাইফের সিইও মোহাম্মদ গিয়াস উদ্দিন ও রিপাবলিক ইনস্যুরেন্সের সিইও এ কে এম সারোয়ার জাহান সাংগঠনিক সম্পাদক ও স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের সিইও মো. আবদুল মতিন সরকার দপ্তর সম্পাদক হয়েছেন।
নতুন কমিটির কার্য নির্বাহী সদস্য হয়েছেন এশিয়া ইনস্যুরেন্সের সিইও মো. ইমাম শাহীন, ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্সের সিইও কাজী মোকাররম দস্তগীর, ইস্টার্ন ইনস্যুরেন্সের সিইও হাসান তারেক, ঢাকা ইনস্যুরেন্সের সিইও বায়েজিদ মুজতবা সিদ্দিকী, সাউথ এশিয়া ইনস্যুরেন্সের সিইও মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, নর্দান ইসলামী ইনস্যুরেন্সের সিইও চৌধুরী গোলাম ফারুক ও প্রাইম ইসলামী লাইফের সিইও মো. সামছুল আলম।
যোগাযোগ করলে বিআইএফের সভাপতি বি এম ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ‘মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় বিমা খাতের অবদান উল্লেখযোগ্য পর্যায়ে নিয়ে যেতে আমরা নতুন উদ্যমে কাজ করব। এ ব্যাপারে সরকারের কাছ থেকে নীতি সহায়তা আশা করব।’