টাকা না দিয়েই তাঁরা হয়ে গেলেন পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস কোনো টাকা না দিয়েই কোম্পানিটির পরিচালক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরিচালক হতে তিনি অভিনব জালিয়াতির আশ্রয় নিয়েছেন। কোম্পানির দুটি ব্যাংক হিসাব বন্ধক রেখে এর বিপরীতে ঋণ নিয়েছেন। সেই ঋণের টাকাই আবার পে-অর্ডার করেছেন তিনি।

এখানেই শেষ নয়, মোস্তফা গোলাম কুদ্দুস নিজের পরিবারের সদস্যদেরও একইভাবে সুবিধাভোগী বানিয়েছেন। এঁদের মধ্যে তাঁর স্ত্রী ফজলেতুন নেছা, ছেলে মোস্তফা কামরুস সোবহান, ছোট মেয়ে তাসনিয়া কামরুন আনিকাসহ আরও অনেক পরিচালক ও শেয়ারহোল্ডার রয়েছেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে এসব তথ্য জানা গেছে।

আমরা এখন সোনালী লাইফের বিনিয়োগের গতিবিধি পর্যবেক্ষণ করছি। বিনিয়োগের সঙ্গে অন্য অনেক বিষয়ও উঠে আসছে। তথ্য চাওয়া হলেও কোম্পানিটি সব তথ্য দিতে গড়িমসি করছে।
জাহাঙ্গীর আলম, মুখপাত্র ও পরিচালক, আইডিআরএ

এ নিয়ে মুঠোফোনে সোনালী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা রাশেদ বিন আমানের কাছে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

বিমা আইন অনুযায়ী জীবনবিমা কোম্পানির পরিশোধিত মূলধন হতে হয় কমপক্ষে ৩০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তাদের অংশ ১৮ কোটি। বাকি ১২ কোটি টাকা পুঁজিবাজারের মাধ্যমে সংগ্রহের বিধান রয়েছে।

২০১৩ সালে প্রতিষ্ঠাকালে সোনালী লাইফের উদ্যোক্তা পরিচালক ছিলেন ১২ জন, বর্তমানে ২০ জন হয়েছে। শুরুর দিকে মোস্তফা গোলাম কুদ্দুসের বড় মেয়ে ফৌজিয়া কামরুন সোবহান, বড় ছেলে মোস্তফা কামরুস সোবহানের স্ত্রী সাফিয়া সোবহান চৌধুরী এবং ছোট মেয়ে তাসনিয়া কামরুন আনিকার স্বামী শেখ মোহাম্মদ ড্যানিয়েল পরিচালক হন। পরে মোস্তফা গোলাম কুদ্দুসসহ তাঁর পরিবারের অন্য সদস্যরা পরিচালক হন।

আইডিআরএর মুখপাত্র ও পরিচালক জাহাঙ্গীর আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন সোনালী লাইফের বিনিয়োগের গতিবিধি পর্যবেক্ষণ করছি। বিনিয়োগের সঙ্গে অন্য অনেক বিষয়ও উঠে আসছে। তবে দুই দফায় তথ্য চাওয়া হলেও কোম্পানিটি সব তথ্য দিতে গড়িমসি করছে।’ পরিচালকদের পক্ষ থেকে পরিশোধিত মূলধনের টাকা পরিশোধ না করার বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভালো বলতে পারবে বলে জানান জাহাঙ্গীর আলম।

আইডিআরএর প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, যেসব পরিচালক ও শেয়ারহোল্ডার টাকা জমা না দিয়ে সোনালী লাইফের পরিচালক ও শেয়ারহোল্ডার হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন মোস্তফা গোলাম কুদ্দুস; তাঁর স্ত্রী ফজলেতুন নেছা; ছেলে মোস্তফা কামরুস সোবহান ও তাঁর স্ত্রী সাফিয়া সোবহান চৌধুরী; দুই মেয়ে ফৌজিয়া কামরুন তানিয়া ও তাসনিয়া কামরুন আনিকা; তাসনিয়া কামরুন আনিকার স্বামী শেখ মোহাম্মদ ড্যানিয়েল এবং নুরুন্নবী, আবদুল লতিফ মানিক, বোরহান উদ্দিন, ওয়াসের হোসাইন।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘পরিশোধিত মূলধনের অর্থ পরিশোধ না করা গুরুতর অন্যায়। সোনালী লাইফের পরিচালনা পর্ষদের সদস্যরা যদি এ অন্যায়ের সঙ্গে জড়িত থাকেন, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। তবে এ ব্যাপারে প্রাথমিক দায়িত্ব হচ্ছে আইডিআরএর।’

যেভাবে কারসাজি

২০১৮ সালের ১৫ মে উদ্যোক্তাদের অংশে ১০ কোটি ৫০ লাখ টাকা পরিশোধিত মূলধন বৃদ্ধির অনুমোদন দেয় আইডিআরএ। এরপর ওই বছরের ২৬ জুন ১০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ক্রয় দেখানো হয় ১০ জন উদ্যোক্তা পরিচালকের নামে। এটা নিয়েই উঠেছে মূল অভিযোগ। ১০ টাকা অভিহিত মূল্যের নতুন করে ছাড়া মোট শেয়ারের পরিমাণ হচ্ছে ১ কোটি ৫ লাখ।

আইডিআরএ সূত্রে জানা গেছে, মোস্তফা গোলাম কুদ্দুস ও কয়েকজন পরিচালক নিজ নিজ নামে আলাদা পে-অর্ডার করে কোম্পানির তহবিলে শেয়ারের মূল্য পরিশোধ করেছেন বলে দেখিয়েছেন। তবে পে-অর্ডারগুলো করা হয়েছিল সোনালী লাইফের স্থায়ী আমানত (এফডিআর) বন্ধক রেখে নেওয়া ঋণের টাকা তুলে। সাউথ বাংলা অ্যাগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকে (এসবিএসি) সোনালী লাইফের এফডিআর ছিল ১০ কোটি টাকা। ওই এফডিআরের বিপরীতে এক চেকে ৮ কোটি ৯৫ লাখ টাকা তুলে নেওয়া হয়।

আরেকটি হিসাব থেকে ভিন্ন চেকে ১ কোটি ৫৫ লাখ টাকা তুলে নেওয়া হয়। এই তৎপরতার নেতৃত্ব দেন মোস্তফা গোলাম কুদ্দুস। আলাদা পে-অর্ডারে ১০ কোটি ৫০ লাখ টাকা জমা দেখানো হয় এসএবিসিতে থাকা সোনালী লাইফের আরেকটি ব্যাংক হিসাবে। এর মধ্যে ছয়জন পরে শোধ করলেও মোস্তফা গোলাম কুদ্দুসসহ তাঁর পরিবারের তিন সদস্য এবং আরও কয়েকজন টাকা পরিশোধ করেননি।

জানতে চাইলে সোনালী লাইফের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস দাবি করেন, তিনি কোনো জালিয়াতি বা কারসাজির সঙ্গে যুক্ত নন। কোম্পানিটি ভালো করছে বলে একটি গোষ্ঠীর ঈর্ষার কারণ হয়েছে। এ কারণেই নানা কথা ছড়ানো হচ্ছে।

এদিকে আইডিআরএর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১ কোটি ৫ লাখ শেয়ারের মধ্যে ৭৩ লাখ ৯০ হাজার শেয়ার বিক্রি দেখানো হয় ফৌজিয়া কামরুন তানিয়া, শেখ মোহাম্মদ ড্যানিয়েল, সাফিয়া সোবহান চৌধুরী ও রূপালী ইনস্যুরেন্সের নামে। তাঁদের শেয়ার থেকে পরে আরও ছয়জনের নামে শেয়ার হস্তান্তর দেখানো হয়। এই ছয়জনের মধ্যে মোস্তফা গোলাম কুদ্দুস, তাঁর স্ত্রী ফজলেতুন নেছা, ছেলে মোস্তফা কামরুস সোবহান ও মেয়ে তাসনিয়া কামরুন আনিকা রয়েছেন। আরও আছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী হানুফা আক্তার রিক্তা ও নুরুন্নবী নামের একজন।

কোম্পানি সূত্রে জানা গেছে, ছয়জন পরিচালক পরে শেয়ারের মূল্য পরিশোধ করেছেন। তাঁরা হলেন নূর ই হাফজা, কামরুন নাহার, মায়া রানী রায়, আহমেদ রাজিব সামদানি, হুদা আলী সেলিম ও হাজেরা হোসাইন।

সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষক মো. মাইন উদ্দিন বলেন, ‘টাকা পরিশোধ ছাড়া যদি পরিচালক হয়ে থাকেন, তাহলে তাঁদের পরিচালক পদ কেড়ে নেওয়া উচিত। আইডিআরএ ও বিএসইসি এ ব্যাপারে দ্রুততম সময়ে ব্যবস্থা না নিলে এ অবহেলার খেসারত দিতে হতে পারে বিমা গ্রাহক ও শেয়ারহোল্ডারদের।’