জাপানে পারিবারিক ব্যয় বেড়েছে

কোভিডজনিত বিধিনিষেধ তুলে নেওয়ার পর স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে শুরু করেছে জাপানের জনজীবন। দেশটির সরকারি তথ্য বলছে, গত আগস্ট মাসে জাপানের পারিবারিক ব্যয় বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ। প্রায় তিন বছর পর বিধিনিষেধমুক্ত হওয়ায় পরিবারের ব্যয় বেড়েছে। তাই জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সত্ত্বেও ভোক্তারা ব্যয় করতে উৎসাহী হচ্ছেন। খবর এশিয়া টাইমসের

আগস্ট মাসে জাপানি পরিবারগুলো গড়ে ২ লাখ ৮৯ হাজার ৯৭৪ ইয়েন (২ হাজার ডলার) ব্যয় করেছে। এ নিয়ে টানা তৃতীয় মাসে পারিবারিক ব্যয় বেড়েছে, যদিও এক বছর আগের তুলনায় দেশটিতে প্রকৃত মজুরি ১ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে। এ নিয়ে টানা পঞ্চম মাসে প্রকৃত মজুরি নিম্নমুখী হলো। এমন পরিস্থিতিতে কত দিন পারিবারিক ব্যয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে, তা অনিশ্চিত।

মজুরি বৃদ্ধি না পাওয়ার পাশাপাশি জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ভোক্তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করছে, দীর্ঘ কয়েক বছর ধরে জাপানে যা দেখা যায়নি। এ ছাড়া আগস্ট মাসে ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৮ শতাংশ।