ডিএস কোরিয়া ও স্প্যারো ট্রেড ইন্টারন্যাশনালের চুক্তি সই

দক্ষিণ কোরিয়ার টেক্সটাইল কেমিক্যাল প্রস্তুতকারক কোম্পানি ডিএস কোরিয়া (বিডি) লিমিটেড ও সরবরাহকারী প্রতিষ্ঠান স্প্যারো ট্রেড ইন্টারন্যাশনালের মধ্যে একটি অংশীদারি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশে ডিএস কোরিয়ার বিভিন্ন পণ্য বিতরণের নেটওয়ার্ক বিস্তারে সহযোগিতা করবে স্প্যারো ট্রেড ইন্টারন্যাশনাল। এর ফলে দেশের বস্ত্রশিল্পের সরবরাহ শৃঙ্খল শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

ডিএস কোরিয়া (বিডি) লিমিটেড হচ্ছে দক্ষিণ কোরিয়ার ডেসাং গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। ডেসাং গ্রুপ ও ডিএস কোরিয়া বিডির চেয়ারম্যান বেক হো-ইয়ং এবং স্প্যারো ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সম্প্রতি রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিবিসিআই), বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএস কোরিয়া বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহসিন খান।

অনুষ্ঠানে জানানো হয়, ডিএস কোরিয়া ও স্প্যারো ট্রেড ইন্টারন্যাশনালের এই চুক্তি দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতে রাসায়নিক পণ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।