ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে অপসারণ করা হয়েছে। গত জানুয়ারি মাস থেকে তিনি বাধ্যতামূলক ছুটিতে ছিলেন। তবে এ সময়ে ব্যাংকটি তাঁকে নিয়মিত সুযোগ-সুবিধা দিয়ে আসছিল। অবশেষে তাঁকে অপসারণ করে ব্যাংক। এতে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দেয়। ফলে ব্যাংকের চাকরি হারিয়েছেন সৈয়দ ওয়াসেক মো. আলী।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন চট্টগ্রামের আলোচিত সাইফুল আলম (এস আলম)। আবার ব্যাংকটিতে দীর্ঘদিন ধরে এমডি ছিলেন সৈয়দ ওয়াসেক মো. আলী। তাঁদের মেয়াদে যে ঋণ দেওয়া হয়, তার ৯৭ শতাংশ ইতিমধ্যে খেলাপি হয়ে পড়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির নতুন চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানকে।
জানা গেছে, ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় সৈয়দ ওয়াসেক মো. আলীর বিরুদ্ধে বিনিয়োগ–সংক্রান্ত অনিয়ম ও ব্যাংক ব্যবস্থাপনায় দুর্বলতার অভিযোগ উঠে আসে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এরপর ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ১৮ জুন তাঁকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের জন্য পাঠায়। আজ মঙ্গলবার এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
এর আগে গত জানুয়ারি মাসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকটির এমডি সৈয়দ ওয়াসেক মো. আলীকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তখন ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পান ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।
এদিকে আওয়ামী লীগ সরকারের সময়ে লুটপাটের শিকার হওয়া পাঁচটি ইসলামি ব্যাংককে একীভূত করে একটি ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের জুলাই থেকে শুরু করে আগামী ১৫ অক্টোবরের মধ্যে প্রাথমিক প্রক্রিয়া শেষ করার একটি পথনকশা ঠিক করা হয়েছে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই পাঁচ ব্যাংকের দেওয়া মোট ঋণের ৭৬ শতাংশ এখন খেলাপি, যা পরিমাণে ১ লাখ ৪৬ হাজার ৯১৮ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নীরিক্ষায় এ তথ্য উঠে এসেছে।