সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায়ে ভ্যাট বিভাগ চমক দেখিয়েছে। তবে শুল্ক বিভাগে নেমে এসেছে কালোমেঘের ছায়া। সেপ্টেম্বর মাসে আমদানি পর্যায়ে শুল্ক-কর আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে গত মাসে ভ্যাট বিভাগের ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ১৭ শতাংশের বেশি। বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির প্রভাব দেশের অর্থনীতিতেও পড়েছে। এ অবস্থায় আমদানি শুল্ক আদায় কমলেও ভ্যাট আদায় বেড়েছে। আয়কর বিভাগেরও আদায় বেড়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) রাজস্বসংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে এতে শুল্ক ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায়ের পরিস্থিতি তুলে ধরা হয়।
জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ২১৪ কোটি টাকা, আদায় হয়েছে ৯ হাজার ৫১৩ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের চেয়ে ১৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। গতবার সেপ্টেম্বর মাসে ৮ হাজার ১২৮ কোটি টাকার ভ্যাট আদায় হয়েছিল। অন্যদিকে শুল্ক বিভাগের সেপ্টেম্বর মাসের লক্ষ্য অর্জিত হয়নি। এমনকি গত সেপ্টেম্বর মাসে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। সেপ্টেম্বর মাসে আমদানি পর্যায়ে রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ৫৯১ কোটি টাকা, যা গত বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে ১০৪ কোটি টাকা কম। এ খাতে প্রবৃদ্ধি মাইনাস ১ দশমিক ৪৭ শতাংশ। গত সেপ্টেম্বর মাসে এই খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ৯৪৯ কোটি টাকা।
অন্যদিকে আয়কর খাতেও সেপ্টেম্বর মাসে লক্ষ্য অর্জিত হয়েছে। ৯ হাজার ৫০৩ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আয়কর আদায় হয়েছে ৯ হাজার ৭২৮ কোটি টাকা। আগামীকাল আয়কর বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এনবিআরের চেয়ারম্যানের বৈঠক হবে।
গতকালের সভা সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে আমদানি কমেছে। অনেক আমদানিকারক ও বড় ব্যবসায়ী ঋণপত্র খুলতে পারছেন না। ডলারের মূল্যবৃদ্ধিসহ বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ভোগও কমেছে। এসব কারণে আমদানি কমে যাওয়ায় আমদানি পর্যায়ে শুল্ক আদায় কমেছে বলে জানা গেছে। অন্যদিকে এসব চাপ থাকা সত্ত্বেও ভ্যাট খাতে আদায় বেড়েছে।
আমদানি পর্যায়ে শুল্ক-কর আদায় কমলেও ভ্যাট কেন বেড়েছে—এই প্রশ্নের জবাবে ভ্যাট বিভাগের সদস্য মইনুল খান প্রথম আলোকে বলেন, ‘ভ্যাট কর্মকর্তারা নিয়মিতভাবে মাঠপর্যায়ে তদারকি করছেন। এমনকি শুক্রবারও তাঁরা কাজ করছেন। এর ফল মিলছে রাজস্ব আদায়ে। উৎসে কর আদায়ের চেয়ে প্রচেষ্টানির্ভর ভ্যাট আদায়ে আমরা বেশি জোর দিচ্ছি।’
বৈঠকে শুল্ক-কর ফাঁকি রোধ করে রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ দিয়েছেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বিভিন্ন কমিশনারেটের কমিশনারদের শুল্ক-কর আদায়ে আরও বেশি কৌশলী হওয়ার পরামর্শ দেন।