যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক বিস্ফোরণে ১৮ হাজার গরু মারা গেছে

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডিমিট শহরের কাছে সাউথ ফর্ক ডেইরি নামের খামারে ধোঁয়া উঠছে

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডিমিট শহরের কাছে সাউথ ফর্ক ডেইরি নামের একটি একটি খামারে বিস্ফোরণে ১৮ হাজার গরু মারা গেছে। বিস্ফোরণের এই ঘটনায় একজন ব্যক্তিও গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, কারখানার যন্ত্রপাতি থেকে মিথেন গ্যাস জ্বলে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। চলতি সপ্তাহের শুরুতে এই বিস্ফোরণ ঘটে। খবর বিবিসির।

অবশ্য যুক্তরাষ্ট্রে অনেক সময়ই খামারে বিস্ফোরণ ঘটে থাকে। যেমন ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে বিস্ফোরণ কিংবা অগ্নিকাণ্ডের ঘটনায় দেশটিতে খামারের প্রায় ৩ মিলিয়ন বা ৩০ লাখ প্রাণী আগুনে পুড়ে মারা গেছে।

স্থানীয় ক্যাস্ট্রো কাউন্টি শেরিফের (ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বা প্রধান নির্বাহী) অফিস জানিয়েছে যে তারা সোমবার প্রায় ৭টা ২১ মিনিটের দিকে আগুনের খবর পায়। শেরিফের অফিস থেকে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে যে মাটি থেকে কালো ধোঁয়া উঠছে।

পুলিশ ও জরুরি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখানে একজনকে আটকে পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওই বিস্ফোরণজনিত আগুন ও ধোঁয়ায় মারা যাওয়া গরুর সঠিক পরিসংখ্যান অজানা থাকলেও শেরিফের অফিস বিবিসিকে জানিয়েছে, ‘আনুমানিক ১৮ হাজার গবাদিপশুর মাথা’ পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম কেএফডিএর সঙ্গে আলাপকালে ক্যাস্ট্রো কাউন্টির শেরিফ সাল রিভেরা বলেছেন, আগুন ছড়িয়ে পড়ার কারণে গরুগুলোকে খামারে দুধ খাওয়ানোর জায়গায় নিয়ে যাওয়ার আগেই বেশির ভাগ গবাদিপশু মারা গেছে। তিনি আরও বলেন, ‘কিছু গবাদিপশু অবশ্য বেঁচে গেছে। সেগুলোকে উদ্ধার করা হয়েছে। কিন্তু গরুগুলো এমনভাবে আহত হয়েছে যে সেগুলোকে ধ্বংস করতে হবে।’

সাল রিভেরা কেএফডিএকে জানান, তদন্তকারীরা বিশ্বাস করেন যে ‘হানি ব্যাজার’ নামের একটি যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। সম্ভবত যন্ত্রটি অতিরিক্ত উত্তপ্ত হয়ে গিয়েছিল। তখন সম্ভবত মিথেন ও এর মতো জিনিসগুলো জ্বলে ওঠে ও ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরিত হয়।