পুঁজিবাজার নিয়ে সেরা প্রতিবেদনের পুরস্কার পেলেন প্রথম আলোর ফখরুল ইসলাম

পুরস্কার বিজয়ী সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠানের অতিথিরাছবি: বিজ্ঞপ্তি

এবারের সিএমজেএফ-সিএমএসএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম। মোট তিনটি পুরস্কারের মধ্যে অন্য দুটি পুরস্কার পান অর্থসংবাদ ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক জাকির সিকদার এবং বাংলাভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম মইনুল আহসান।

পুঁজিবাজারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) যৌথ আয়োজনে আজ মঙ্গলবার ঢাকা ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সিএমএসএফের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। পুরস্কার দেওয়া বিষয়ক কমিটির আহ্বায়ক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এতে স্বাগত বক্তব্য দেন। আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান।

পুঁজিবাজারবিষয়ক সাংবাদিকতায় পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে এবার ‘সিএমজেএফ-সিএমএসএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩’ দেওয়া হয় প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন—এ তিন শ্রেণিতে। পুরস্কারের মধ্যে রয়েছে সনদ, ক্রেস্ট এবং এক লাখ টাকার চেক। পুরস্কারের জন্য তিন শ্রেণিতে মোট ২৪টি প্রতিবেদন জমা পড়ে। ফখরুল ইসলাম প্রিন্ট, জাকির সিকদার অনলাইন ও গোলাম মইনুল আহসান টেলিভিশন শ্রেণিতে পুরস্কার পান। শেয়ারবাজারের ব্রোকারেজ হাউসের প্রতারণা নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য ফখরুল ইসলাম এ পুরস্কার জিতেন। ২০২২ সালের ফেব্রুয়ারি ও মার্চে এ প্রতিবেদন প্রকাশ হয়েছিল।

সেরা প্রতিবেদন বাছাইয়ে বিচারক প্যানেলে ছিলেন বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্ল্যানিং এডিটর আসজাদুল কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারেক।  

প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘চলতি ডিসেম্বর মাস থেকেই আমরা সুশাসনের ব্যাপারে কঠোর হওয়া শুরু করেছি এবং বিনা কারণে যে সরকারের বদনামগুলো হয়, তা থেকে আমরা বেরিয়ে আসছি। নির্বাচনের পর আরও কঠোর হব। গুটিকয় লোকের জন্য পুঁজিবাজার বা অর্থবাজারের দুর্নাম হবে, সেই দিন শেষ।’

সাংবাদিকদের উদ্দেশে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আমরা গুজব চাই না। আপনাদের মধ্যে এরপরও কয়েকজন ঢুকে যান, যাঁরা গুজব ছড়ান। আর আপনাদের মধ্যে যাঁরা কষ্ট করে এত তথ্য বের করে প্রতিবেদন তৈরি করেন, তা আমাদের জন্য খুবই কাজে লাগে।’ এবার ৩টি পুরস্কার দেওয়া হলেও আগামী বছর থেকে তা ৯টা করার জন্য আয়োজকদের অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম

সিএমএসএফ চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, তিনি সম্প্রতি ইউরোপে একটি বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক সেমিনারে গিয়েছিলেন। জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামের উদ্যোক্তারা সেখানে অংশ নেন। এরপর বেলজিয়াম থেকে একজন উদ্যোক্তা সিএমএসএফ পরিদর্শনে আসেন। তিনি আশাবাদী যে ভবিষ্যতে আরও উদ্যোক্তা আসবেন।