দেশের ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, ভরি ৮৭ হাজার ২৪৭ টাকা

দেশের বুলিয়ন মার্কেটে দাম বেড়েছে, এমন দাবিতে প্রতি ভরিতে ৩ হাজার ৩৩ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম আরেক দফা বাড়ল। এবার এক ধাক্কায় ভরিতে ৩ হাজার ৩৩ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ৮৭ হাজার ২৪৭ টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই দর আগামীকাল রোববার থেকে সারা দেশে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতি আজ শনিবার রাতে সোনার দাম বাড়ানোর বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানায়। সর্বশেষ গত ১৮ নভেম্বর সোনার ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা বৃদ্ধি করে সমিতি। সেবার তাদের দাবি ছিল, পুরান ঢাকার বুলিয়ন মার্কেটে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এবারও একই দাবি করে সোনার দাম বাড়িয়েছেন জুয়েলার্স সমিতির নেতারা।

দাম বৃদ্ধি পাওয়ায় আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৮৭ হাজার ২৪৭ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮৩ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেট ৭১ হাজার ৩৮৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম হবে ৫৯ হাজার ৪৮৬ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

আজ হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনা ৮৪ হাজার ২১৪ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট ৮০ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৬৮ হাজার ৯৩৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ৫৬ হাজার ৬৮৭ টাকা।
আগামীকাল থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৪১৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ৭৯৯ টাকা বাড়ছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দামে কয়েক মাস ধরে নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও নভেম্বর থেকে আবার বাড়ছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল প্রায় ১ হাজার ৮০০ মার্কিন ডলার। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে দাম হঠাৎ বেড়ে যায়। মার্চের প্রথম সপ্তাহে দাম বেড়ে হয় ২ হাজার ৫২ ডলার, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এরপর কয়েক মাসে দাম কমতে থাকে। ৩ নভেম্বর প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৬২৯ ডলার। তার পর থেকে দাম প্রায় ধারাবাহিকভাবে বাড়ছে। আজ বিশ্ববাজারে সোনার দাম ছিল ১ হাজার ৮০২ মার্কিন ডলার।