ভোক্তা অধিকার সংরক্ষণের ব্যাপারটি ব্যবসায়ীদের মাথায় রাখতে হবে। অল্প কয়েকজন অসাধু ব্যবসায়ীর কারণে সব ব্যবসায়ীর সম্মান ক্ষুণ্ন করা যাবে না। অসাধু ব্যবসায়ীদের থামাতে বাজার কমিটিকে কাজ করতে হবে। আর চাঁদাবাজি বন্ধ হলে পণ্যের দাম কমে আসবে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতারা।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এফবিসিসিআইয়ের নেতারা। সভায় এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি ও বাজার তদারকি কমিটির আহ্বায়ক মো. আমিন হেলালী বলেন, কারা অসাধু ব্যবসায়ী, তা বাজার কমিটির নেতারা জানেন।
তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কমিটিকে ভূমিকা রাখতে হবে। যারা কারসাজি করবে তাদের শনাক্ত করতে হবে। চাঁদাবাজিসহ যেসব অতিরিক্ত খরচ আছে সবকিছু প্রত্যক্ষভাবে পণ্যের দামে যোগ হয়, দিন শেষে যা ক্রেতাদের পরিশোধ করতে হয়।
কারওয়ান বাজার থেকে কাঁচাবাজার সরিয়ে নেওয়ার ব্যাপারে কারওয়ান বাজার কাঁচামাল আড়ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, আমিন বাজারে কোনোভাবেই কাঁচামালের ব্যবসা করা যাবে না। কারণ, ওই বাজারে একই সড়ক দিয়ে প্রবেশ ও বের হতে হবে। তাতে সব সময় জট লেগে থাকবে। কারওয়ান বাজারে প্রবেশের জন্য ২০টি রাস্তা আছে। ট্রাক যেকোনো স্থান দিয়ে ঢুকতে পারে।
এ সময় কারওয়ান বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, আমিনবাজার এখনো পুরোপুরি প্রস্তুত নয়। বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার বলেন, অনেকেই দোষারোপ করে বলেন কারওয়ান বাজারের কারণে ঢাকায় যানজট সৃষ্টি হয়। তাই এই বাজার তুলে দিতে হবে। কিন্তু সমস্যা হলে তার জন্য মাথা কেটে ফেললে তো সমস্যার সমাধান হবে না। তাই কারওয়ান বাজার তুলে দিলে ঢাকার যানজট নিরসন হয়ে যাবে, এ ধারণা ভুল।
সভায় এফবিসিসিআই নেতারা বলেন, এখানে কী হচ্ছে, কী হতে যাচ্ছে, মার্কেট সরালে কী সুবিধা–অসুবিধা হবে, তা জানিয়ে এফবিসিসিআইকে চিঠি দেন। কারণ, আপনারা এখানে ব্যবসা করে যতটা বাস্তবতা বোঝেন, অন্যরা হয়তো সেটা বোঝেন না।
মতবিনিময় সভায় ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, আইনের বাইরে কোনো ধরনের অভিযান বা জরিমানার সুযোগ নেই। পণ্যমূল্য ঠিক রাখলে ও ভোক্তারা কোনোভাবে প্রতারিত না হলে অধিদপ্তর অভিযানে যাবে না বলে কথা দেন তিনি।
আলোচনা সভায় ইসলামিয়া শান্তি সমিতির সভাপতি মো. বাবুল মিয়াসহ এফবিসিসিআই ও কারওয়ান বাজারের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার আগে কারওয়ান বাজার কিচেন মার্কেট পরিদর্শন করেন এফবিসিসিআইয়ের বাজার তদারকি কমিটির নেতারা।