আজও সূচক কমছে শেয়ারবাজারে

সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে দেশের শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৮ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৩ পয়েন্ট।

ডিএসইতে ওই সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৬১০ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৮৯টির, অপরিবর্তিত আছে ৬০টির।

ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, এনআরবিসি ব্যাংক, পাইওনিয়ার ইনস্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, প্রাইম ব্যাংক, ম্যাকসন স্পিনিং, এবিবি ব্যাংক, সাইফ পাওয়ার, লঙ্কা বাংলা ফাইন্যান্স ও রিং শাইন টেক্সটাইল লিমিটেড।

এর আগে গত কার্যদিবসে সূচক কমে ডিএসইতে। ওই দিন লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ৬০ পয়েন্ট। মোট লেনদেন হয় ১ হাজার ৬৫২ কোটি টাকার।
অপর দিকে সিএসইতে বেলা সাড়ে ১১টা নাগাদ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১১৭টির, অপরিবর্তিত আছে ২৪টির।