ডিএসইতে লেনদেনের গতি ভালো, সূচক বেড়েছে ৬২ পয়েন্ট

সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ দেশের দুই শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬২ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৯১ পয়েন্ট।

ডিএসইতে আজ লেনদেন গতিও গত কার্যদিবসের ধারাবাহিকতা বজায় রেখেছে। আজ লেনদেন হয়েছে ১ হাজার ৪১৮ কোটি টাকার। গত কার্যদিবস লেনদেন হয় ১ হাজার ৪৫৩ কোটি টাকার।

হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩১টির, কমেছে ৮৮টির, অপরিবর্তিত আছে ৪৯টির।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, সাইফপাওয়ার, রবি, সামিট পাওয়ার, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, ম্যাকসন স্পিনিং, জেনেক্স ইনফয়েস লিমিটেড, লংকা বাংলা ফাইন্যান্স, এসএস স্টিল, আইএফআইসি।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো অ্যাডভেন্ট লিমিটেড, নূরানি ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেড, সুহৃদ, ইনডেক্স অ্যাগ্রো, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জেনেক্স ইনফয়েস লিমিটেড, কেয়া কসমেটিকস, সায়হাম টেক্সটাইল, এনআরবিসি ব্যাংক, রিংগ শাইন টেক্সটাইল লিমিটেড।

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো মালেক স্পিনিং, এমারেল্ড অয়েল, ই জেনারেশন লিমিটেড, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, ইসলামি ইনস্যুরেন্স, কর্ণফুলী, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সোনার বাংলা ইনস্যুরেন্স, ম্যাকসন স্পিনিং ও সন্ধানী ইনস্যুরেন্স।

অন্যদিকে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৭১ কোটি ১৫ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৬৮টির, অপরিবর্তিত আছে ৩২টির।