ডিএসইতে লেনদেন কমেছে ১১%

শেয়ারবাজার
গ্রাফিকস: প্রথম আলো

শেয়ারবাজারে এক সপ্তাহের ব্যবধানে লেনদেন প্রায় ১১ শতাংশ কমে গেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহ শেষে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৭৬৪ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ৯৬ কোটি টাকা বা ১১ শতাংশ কম। আগের সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৮৬০ কোটি টাকা। শুধু লেনদেন হয়, কমেছে সূচকও। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহ শেষে দেড় শতাংশ বা ৯৮ পয়েন্ট কমে গেছে। সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচকটি কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৮ পয়েন্টে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজারে এখন কিছুটা মন্দাভাব চলছে। কারণ হিসেবে তাঁরা বলছে, জুন মাসের শেষ দিকে এসে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কিছুটা কমে যায়। জুন ক্লোজিং বা অর্ধবার্ষিক আর্থিক হিসাব মেলাতে অনেকে শেয়ার কেনার চেয়ে এ সময়টাতে বিক্রি করেন বেশি। এ কারণে লেনদেনে কিছুটা নেতিবাচক প্রভাব পড়ে। এর বাইরে বাজেটে শেয়ারবাজারের জন্য বিশেষ কিছু না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হতাশা দানা বেঁধেছে। তাতে বাজেট ঘোষণার পর থেকে বাজারে তার নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।