ডিএসইতে সূচক বেড়েছে ৫৫ পয়েন্ট, সিএসইতে বেড়েছে ১৭৮

টানা ২ দিন ৮৬ পয়েন্ট কমার পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৫ পয়েন্ট। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ডিএসইতে গতকালের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৭৮ পয়েন্ট।

ডিএসইতে আজ গতকালের চেয়ে লেনদেন বেড়েছে ৫৩৫ কোটি টাকা। আজ লেনদেন হয়েছে ১ হাজার ৮২০ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪১টির, কমেছে ৬৬টির ও অপরিবর্তিত আছে ৫৫টির দর।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, পাইওনিয়ার ইনস্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, সাইফ পাওয়ার, প্রাইম ব্যাংক, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স, বিএটিবিসি, রিপাবলিক ও জেনেক্স ইনফয়েস।

দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ডেল্টা স্পিনিং, এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড, আমান ফিড, গ্রিনডেল্টা ইনস্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, রিলায়েন্স ইনস্যুরেন্স, নর্দান ইনস্যুরেন্স, এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড ও ফোনেক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অপর দিকে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ৬৫টির ও অপরিবর্তিত আছে ৩০টির দর।