লেনেদেনে আবারও রেকর্ড ডিএসইতে

লেনদেনের আবারও রেকর্ড হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৭০০ কোটি টাকার, যা গত সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে।

এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে ২ হাজার ৭১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এরপর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে ২ হাজার ৬৬৯ কোটি টাকার লেনদেন হয়। চার দিনের মধ্যে সেই লেনদেনের পরিমাণ আবার ছাড়াল ডিএসই।

২০১০ সালের ওই ডিসেম্বরে ব্যাপক ধস নামে শেয়ারবাজারে। সূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও কমে যায় ব্যাপকভাবে। তবে চলতি বছরে আবারও লেনদেনে ভালো গতি ফিরে এসেছে ডিএসইতে।

ডিএসইতে আজ আগের দিন থেকে ৬৩৫ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ২ হাজার ৬৫ কোটি টাকা। লেনদেন বৃদ্ধির পাশাপাশি সূচক বেড়েছে ডিএসইতে। লেনদেন শেষে ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৫ পয়েন্টে।

ডিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৮ টির, কমেছে ১২৪ টির, অপরিবর্তিত আছে ৩৭টির দর। গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ৪৭ পয়েন্ট।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এনআরবিসি ব্যাংক, ফেডারেল ইনস্যুরেন্স, ডাচ বাংলা ব্যাংক ও ফরচুন।

আরও পড়ুন

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯০ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৫২১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৮টির, দর কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।