সূচকের উত্থানে লেনদেন শেয়ারবাজারে

একদিন পরই আবার সূচকের উত্থানে লেনদেন হচ্ছে শেয়ারবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৬ পয়েন্ট, অবস্থান করছে ৭ হাজার ২২৭ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫২ পয়েন্ট।

ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৪৭২ কোটি ২২ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৯ টির, কমেছে ৯৫ টির, অপরিবর্তিত আছে ৩৭ টির দর।

ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, সাইফ পাওয়ার, রুপালি ইনস্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, আমার টেক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইস্টার্ন হাউজিং লিমিটেড।
অপরদিকে সিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১০ কোটি ৯১ লাখ টাকার।