সূচক কমছে শেয়ারবাজার

শেয়ারবাজার

সূচক কমছে দেশের শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১২ পয়েন্ট। বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে ৭০৫ কোটি ৬৮ লাখ টাকার।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮২ পয়েন্ট।

ডিএসইতে এ সময় পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪ টির, কমেছে ১৯৬ টির, অপরিবর্তিত আছে ৩৬ টির দর।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, অ্যাকটিভ ফাইন, আমার টেক, আইপিডিসি ও ডেলটা লাইফ ইনস্যুরেন্স।

অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬ টির, কমেছে ১৪০ টির, অপরিবর্তিত আছে ২১ টির দর।