সূচক কমেছে, লেনদেনও কমেছে

সূচক কমেছে শেয়ারবাজারে। আজ বুধবার এ সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৯ পয়েন্ট। অবস্থান করছে ৬ হাহার ১৭৭ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭৫ পয়েন্টে।

ডিএসইতে আজ গত কার্যদিবসের চেয়ে লেনদেনও কমেছে। আজ লেনদেন হয়েছে ১ হাজার ৫৭৭ কোটি টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭৮৯ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ২০৫টির, অপরিবর্তিত আছে ২৫টির দর।

গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ২৩ পয়েন্ট।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, কেয়া কসমেটিকস, লংকা–বাংলা ফাইন্যান্স, ফুয়াং ফুড, মতিন স্পিনিং, স্কয়ার ফার্মা ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, সোনালি লাইফ ইনস্যুরেন্স, মতিন স্পিনিং, ফুয়াং সিরামিকস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রেনউইক, বেকন ফার্মা ও অ্যাকটিভ ফাইন্যান্স।

অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৭০টির, অপরিবর্তিত আছে ২৭টির দর।