সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসইতে লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়েছে। সূচকটি ১৭ হাজার ৫৯৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ টাকার, যা গত কার্যদিবসের চেয়ে ১১ কোটি ৯১ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ৮৪৭ কোটি ১৬ লাখ টাকার।

হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো পাইওনিয়ার ইনস্যুরেন্স, বেক্সিমকো, ওরিয়ন ফার্মা, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ফরচুন, সামিট পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট ও লুব-রেফ।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ন্যাশনাল ফিড মিল লিমিটেড, স্যালভো কেমিক্যাল, ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, আমান ফিড, ফরচুন সুজ, সাফকো স্পিনিং, খান ব্রাদার্স পিপি ওভেন, রানার অটোমোবাইল ও এনআরবিসি ব্যাংক লিমিটেড।

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো সি পার্ল, এসকে ট্রিমজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সমতা লেদার কমপ্লেক্স, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, নুরানি ডাইং, মুন্নু অ্যাগ্রো, ডিবিএইচ ও রিং শাইন টেক্সটাইল লিমিটেড।

অপর দিকে সিএসইতে লেনদেন হয়েছে ১৫৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।