সূচক বেড়েছে, লেনদেনও বেড়েছে

সূচক বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। এ শেয়ারবাজারের সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১ পয়েন্ট।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকার। আগের দিনের চেয়ে যা ২৯২ কোটি ৪১ লাখ টাকা বেশি। গতকাল সোমবার লেনদেন হয় ১ হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকা। আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ন্যাশনাল পলিমার, প্রগতি ইনস্যুরেন্স, লুব-রেফ, গ্রিন ডেলটা, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, মীর আখতার, নর্দান ইনস্যুরেন্স ও ফরচুন।

অপর দিকে সিএসইতে লেনদেন হয়েছে ৯০ কোটি ৭৭ লাখ টাকা। হাতবদল হওয়ার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৬৭টির, অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।