সূচক বেড়েছে ১১৪ পয়েন্ট

সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। আজ বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১৪ পয়েন্ট বা ১ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৬৯৮২ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৭ বেড়েছে।

ডিএসইতে আজ লেনদেনর পরিমাণও কিছুটা বেড়েছে। আজ ১ হাজার ১৬৩ কোটি ৭৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ১৫৬ কোটি ২ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭ কোটি ৭৫ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৬ টির, দর কমেছে ৪২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭টি দর।

গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ৬৮ পয়েন্ট। অর্থাৎ দুই দিনে সূচকটি বাড়ল ১৮২ পয়েন্ট।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি, কেটিএল, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, ডেলটা লাইফ, এনআরবিসি ব্যাংক ও সাইফ পাওয়ার।

অপর বাজার সিএসই লেনদেন হয়েছে ৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৮ টির, কমেছে ৩০ টির, অপরিবর্তিত আছে ২৪ টির দর।