বাজেটের আগের দিন চাঙা ঢাকার শেয়ারবাজার

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

বাজেটের আগের দিন আজ বুধবার সকালে ঢাকার শেয়ারবাজারে চাঙাভাব দেখা যাচ্ছে। আজ দিনের প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এ ছাড়া গত কয়েক দিন সামগ্রিকভাবে বাজার চাঙা থাকায় অনেক নিষ্ক্রিয় বিনিয়োগকারী সক্রিয় হয়েছেন বলেও জানা গেছে।

এদিকে গতকাল কিছুটা মূল্য সংশোধনের আজ ঢাকার শেয়ারবাজারে আবারও বিমা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে খাদ্য খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের সব ধরনের মোটরযানের জন্য বিমা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। তাতে গত সপ্তাহ থেকেই শেয়ারবাজারে বিমা কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। সেই ধারাবাহিকতায় আজও বিমা কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে।

দিনের প্রথম দুই ঘণ্টায় তিনটি সূচকের মধ্যে দুটি ছিল ঊর্ধ্বমুখী। বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর ডিএসইএক্স সূচক বেড়েছে ১৪ দশমিক ৬৪ পয়েন্ট, ডিএসইএস সূচক বেড়েছে ৪ দশমিক ০৯ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক কমেছে শূন্য দশমিক ৭০ পয়েন্ট।

দিনের প্রথম দুই ঘণ্টায় ৬২৭ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। আজ ঢাকার বাজারে প্রথম দুই ঘণ্টায় শীর্ষ লেনদেনের তালিকায় বিমা খাতের প্রাধান্য দেখা গেছে। তালিকার শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে তিনটি বিমা খাতের। তবে তালিকায় শীর্ষে আছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। এরপর আছে নাভানা ফার্মা, ইন্ট্রাকো, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ।