দিনের শুরুতেই ডিএসই প্রধান সূচক নামল ৬ হাজার পয়েন্টের নিচে

শেয়ারবাজারপ্রতীকী ছবি

শেয়ারবাজারে আজ বুধবার লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টার মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। সূচকের এ পতনের পেছনে বড় ভূমিকা রাখছে ভালো হিসেবে পরিচিত কোম্পানির শেয়ার। এমন বেশ কিছু কোম্পানির শেয়ারের দরপতনের কারণে সূচকটি দ্রুত কমেছে।

গতকালই প্রধান এ সূচকটি ৬ হাজার পয়েন্টের কাছাকাছি নেমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে একধরনের ভয় ও আতঙ্ক বিরাজ করছিল। এ অবস্থায় দিনের শুরুতে সূচকটি ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথম এক ঘণ্টায় এটি ৩২ পয়েন্ট কমে ৬ হাজার পয়েন্টের নিচে নেমে আসে।

বাজারবিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছুদিন ধরে শেয়ারবাজারে খারাপ কোম্পানির শেয়ারেরই দাপট চলছে। তার বিপরীতে ভালো কোম্পানির শেয়ারের দরপতন হচ্ছে। এ কারণে যখনই ভালো কোম্পানির শেয়ারের দরপতন ঘটছে, সূচকটি তখন নেতিবাচক ধারায় থাকছে। অন্যদিকে কারসাজি করে যেসব শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে, একটি পর্যায়ে গিয়ে সেসব শেয়ারেরও দরপতন হচ্ছে। ফলে সামগ্রিকভাবে বাজার নেতিবাচক ধারায় চলে যাচ্ছে।

আজ সকালের প্রথম এক ঘণ্টার লেনদেন শেষে দেখা যাচ্ছে, যে কয়টি কোম্পানির শেয়ার সূচকের পতনের পেছনে বড় ভূমিকা রেখেছে, তার মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, গ্রামীণফোনের মতো কোম্পানিগুলো। এসব কোম্পানির শেয়ারের দাম বেশ খানিকটা পড়ে গেছে। এর মধ্যে বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম প্রথম এক ঘণ্টায় গতকালের চেয়ে প্রায় সাড়ে ৪ টাকা কমে যায়। যার ফলে এটির প্রভাবে সূচকটি প্রায় ৭ পয়েন্টের মতো কমেছে।

এ দরপতনের দিনে ডিএসইতে আজও দিনের শুরুতে লেনদেনের শীর্ষে রয়েছে মাঝারি মানের কিছু কোম্পানি। ডিএসইতে প্রথম এক ঘণ্টায় ১৩৫ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এ সময় লেনদেনে শীর্ষে ছিল সিরামিক, খাদ্য ও খাদ্যজাতীয় পণ্য, প্রকৌশল, ফার্মাসিউটিক্যালস ও রাসায়নিক, ট্যানারি ও বস্ত্র খাতের কোম্পানিগুলো।

প্রথম এক ঘণ্টায় ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। এই এক ঘণ্টায় কোম্পানিটির প্রায় ৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে ছিল তৌফিকা ফুডস অ্যান্ড লাভলো আইসক্রিম। এই কোম্পানির মোট ৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেড। এক ঘণ্টায় এটির প্রায় ৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনটি সূচকই নিম্নমুখী ছিল। এদের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫১ দশমিক ৫১ পয়েন্ট কমে ৬ হাজার ৬ পয়েন্টে, ডিএসই এস সূচক ১২ দশমিক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৩০৯ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস ৩০ সূচক ১২ দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে ২ হাজার ৬৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইতে প্রায় ৫৬৩ কোটি টাকার লেনদেন হয়।

রমজান মাসের পরিবর্তিত সময় অনুযায়ী আজ শেয়ারবাজারে লেনদেন শুরু হয় সকাল সাড়ে ৯টায়। আর একটানা এ লেনদেন চলবে বেলা দেড়টা পর্যন্ত।