ফ্লোর প্রাইস ভেঙে লেনদেনের শীর্ষে ফু–ওয়াং ফুডের শেয়ার

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস থেকে বেরিয়েই লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ফু-ওয়াং ফুড। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার কোম্পানিটির প্রায় ৫৬ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়েছে। আর দিন শেষে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬০ পয়সা বা আড়াই শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে ফু-ওয়াং ফুডের শেয়ারের দাম ফ্লোর প্রাইসে আটকে ছিল। ফলে কোম্পানিটির শেয়ারের খুব বেশি হাতবদল হয়নি। এ অবস্থায় গতকাল এটির শেয়ারের দাম ফ্লোর প্রাইসের সীমা ভেঙে ওপরে ওঠে। তাতে বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।

সাম্প্রতিক সময়ে তালিকাভুক্ত যেসব কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইসের সীমা ভেঙেছে, সেসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ দেখা যায়। ফু-ওয়াং ফুডের ক্ষেত্রেও সেই প্রবণতা দেখা যাচ্ছে।

এদিকে ফু-ওয়াং ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহের কারণে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খাদ্য খাত। ঢাকার বাজারে গতকাল লেনদেনের ১৮ শতাংশই ছিল এ খাতের কোম্পানিগুলোর দখলে। এ খাতের লেনদেনের অর্ধেকের বেশিই ছিল ফু-ওয়াং ফুডের।

ফু-ওয়াং ফুড ছাড়াও শেয়ারবাজারে আরও একটি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসের সীমা ভেঙেছে গতকাল। কোম্পানিটি হলো আলিফ ম্যানুফ্যাকচারিং। দিনের লেনদেন শুরুর একপর্যায়ে এটির শেয়ারের দাম ৬০ পয়সা বাড়ে। যদিও দিন শেষে দাম কমে আবার ফ্লোর প্রাইসে নেমে আসে।

তা সত্ত্বেও এদিন ডিএসইতে কোম্পানিটি লেনদেনের শীর্ষ পাঁচে জায়গা করে নেয়। গত অক্টোবর থেকে কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকায় তেমন কোনো শেয়ারেরই হাতবদল হতো না। সেখানে গতকাল এক দিনেই হাতবদল হয়েছে প্রায় দেড় কোটি শেয়ারের।

এদিকে ঈদের ছুটির পর শেয়ারবাজারে নেতিবাচক ধারা দেখা যাচ্ছে। গত রোববার ঈদ–পরবর্তী লেনদেন শুরু হয়। রোববার ও সোমবার—দুই দিনই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে। গতকাল সূচকটি ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩১ পয়েন্টে। লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দরপতনের কারণে সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে।

ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৫০টির দাম বেড়েছে। আর দাম কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত ছিল ১৭৫টির। যেসব কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইসে আটকে আছে, সেগুলোর দামই মূলত অপরিবর্তিত থাকছে।