অর্থ প্রতিমন্ত্রীর কাছে শেয়ারবাজার পরিস্থিতি তুলে ধরলেন সম্পদ ব্যবস্থাপকেরা
নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেয়ারবাজারের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস (এএএমসিএমএফ)। আজ সোমবার সংগঠনটির একটি প্রতিনিধিদল সচিবালয়ে অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে এএএমসিএমএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি হাসান ইমাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি ওয়াকার আহমদ চৌধুরী, আরিফ খান, মনিজা চৌধুরী ও সাবিরুল ইসলাম চৌধুরী।
এ সময় এএএমসিএমএফের পক্ষ থেকে পুঁজিবাজার বিদ্যমান পরিস্থিতি অর্থ প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। পাশাপাশি শেয়ারবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ভূমিকার কথা প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তাঁরা বাজারের উন্নয়নে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। অর্থ প্রতিমন্ত্রী এএএমসিএমএফ প্রতিনিধিদের কথা শোনেন এবং পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
প্রসঙ্গত, গত ১ মার্চ সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হন ওয়াসিকা আয়শা খান। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাঁকে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম তাঁর সঙ্গে সাক্ষাৎ করে এএএমসিএমএফের প্রতিনিধিদল।