লেনদেনের শীর্ষে ওঠার পর দ্বিতীয় স্থানে নেমে গেল গ্রিন ডেল্টা

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

ঢাকার শেয়ারবাজারে আজ লেনদেনের শীর্ষে ওঠার পর আবার দ্বিতীয় স্থানে নেমে এসেছে বিমা কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। গত ৩০ জুন সমাপ্ত ত্রৈমাসিকের আর্থিক বিবরণী প্রকাশ করেছে গ্রিন ডেল্টা।

সেখানে দেখা গেছে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে। সেই খবরে কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয় এবং তাতে শেয়ারের দাম বেড়েছে।

কয়েক মাস ধরেই ঢাকার শেয়ারবাজারের লেনদেনে বিমা কোম্পানিগুলোর আধিপত্য দেখা যাচ্ছে, যদিও মাঝেমধ্যে তাদের মূল্য সংশোধন হয়। যেসব কোম্পানির ইপিএস বাড়ছে, তাদের প্রতি বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ দেখা যায়।

এ ছাড়া গত কয়েক দিনের ধীর গতির পর আজ ঢাকার শেয়ারবাজারে কিছুটা গতি দেখা যাচ্ছে। দিনের প্রথম দুই ঘণ্টায় তিনটির মধ্যে দুটি সূচক বেড়েছে; লেনদেনেও গতি দেখা যাচ্ছে। লেনদেনে যেসব খাত এগিয়ে আছে সেগুলো হলো খাদ্য ও আনুষঙ্গিক খাত, তথ্যপ্রযুক্তি খাত, বিবিধ ও পাট খাত। এর বিপরীতে ব্যাংকসহ অন্যান্য বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে।

আজ রূপালী ব্যাংকেরও বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রূপালী ব্যাংকের শেয়ার প্রতি আয় বা ইপিএস উল্লেখযোগ্য হারে বেড়েছে। অনেক দিন পর এই কোম্পানি আজ লেনদেনের শীর্ষ ১০-এর তালিকায় উঠে আসে, যদিও কিছুক্ষণ পরে তা একাদশ স্থানে নেমে যায়।

আজ দিনের প্রথম দেড় ঘণ্টার লেনদেনের পর গ্রিন ডেল্টা লেনদেনের শীর্ষে উঠে আসলেও পরে সি পার্ল তাকে হটিয়ে দেয়।

বেলা ১২টা পর্যন্ত সি পার্লের লেনদেন হয়েছে ১৩ কোটি ৭৭ লাখ টাকার; গ্রিন ডেল্টার লেনদেন হয়েছে ১২ কোটি ৫৩ লাখ টাকার; তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের লেনদেন হয়েছে ১১ কোটি ৫৮ রাখ টাকার।

আজ বেলা ১২টা পর্যন্ত ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকের মধ্যে ডিএসইএক্স বেড়েছে ৯ দশমিক ৯ পয়েন্ট, ডিএসইএস বেড়েছে ১ দশমিক ৪৮ পয়েন্ট, ডিএস ৩০ সূচক কমেছে শূন্য দশমিক ০৭ পয়েন্ট।

প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২৪৭ কোটি ডলার।