আয় বাড়লেও সাউথইস্ট ব্যাংকের মুনাফা কমেছে সাড়ে ৩৭%

সাউথইস্ট ব্যাংক লিমিটেড

বেসরকারি সাউথইস্ট ব্যাংকের ঋণের সুদ আয় ৩০ শতাংশ বা ১৪৮ কোটি টাকা বেড়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংকটি সুদ বাবদ আয় করেছে ৬৩৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৯০ কোটি টাকা।

সুদ বাবদ আয় বাড়লেও মুনাফা কমে গেছে ব্যাংকটির। চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংকটি কর–পরবর্তী মুনাফা করেছে ৯২ কোটি টাকা। গত বছরের এই সময়ে ব্যাংকটি মুনাফা করেছিল ১৪৭ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের চেয়ে চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংকটির মুনাফা ৫৫ কোটি টাকা বা প্রায় সাড়ে ৩৭ শতাংশ কমে গেছে। মুনাফা কমে যাওয়ার প্রধান কারণ, ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিং বেড়ে যাওয়া। চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংকটি মুনাফা থেকে ১১৮ কোটি টাকা প্রভিশনিং করেছে। ফলে সুদ আয় বৃদ্ধির পরও প্রান্তিক হিসাবে ব্যাংকটির মুনাফায় টান পড়েছে।

ব্যাংকটি আজ রোববার চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদন থেকে ব্যাংকটির আয় ও মুনাফার এ তথ্য পাওয়া গেছে। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের প্রথম তিন মাসের চেয়ে চলতি বছরের প্রথম তিন মাসে বেশি পরিচালন আয় করেও ভালো মুনাফা করতে পারেনি ব্যাংকটি। এ বছরের তিন মাসে ব্যাংকটি পরিচালন আয় করেছে ৪১৬ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৬৩ কোটি টাকা।

ঋণের সুদ আয় বৃদ্ধির পাশাপাশি আমানতের সুদ পরিশোধের খরচও বেড়েছে ব্যাংকটির। তবে ঋণের সুদ আয় যে হারে বেড়েছে, আমানতের সুদ ব্যয় বেড়েছে তার তুলনায় কম। চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটি আমানতের সুদ বাবদ পরিশোধ করেছে ৫৫৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৪০ কোটি টাকা। সেই হিসাবে আমানতের সুদ বাবদ ব্যাংকটির খরচ বেড়েছে ১১৩ কোটি টাকা বা ২৬ শতাংশ।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে ডলারের বিনিময় মূল্যের হেরফেরের কারণে ২০ লাখ টাকা লোকসান করেছে ব্যাংকটি। যদিও গত বছরের একই সময়ে ডলারের বিনিময় মূল্যের হেরফেরে ব্যাংকটি ৭১ লাখ টাকা মুনাফা করেছিল।