ইউরোপের স্টক এক্সচেঞ্জের দুই নেতার সঙ্গে ডিএসইর চেয়ার‌ম্যানের বৈঠক

ইইউ প্রেসিডেন্ট ফর ইউরোপীয় মার্কেটসের প্রেসিডেন্ট রোল্যান্ড চাই ও সুইডেনের স্টক এক্সচেঞ্জ নাসডাক স্টকহোম এবির চেয়ারম্যান ফ্রেডরিক এক্সট্রমের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান হাফিজ মুহাম্মদ হাসান বাবু
ছবি: সংগৃহীত

ইইউ প্রেসিডেন্ট ফর ইউরোপীয় মার্কেটসের প্রেসিডেন্ট রোল্যান্ড চাই ও সুইডেনের স্টক এক্সচেঞ্জ নাসডাক স্টকহোম এবির চেয়ারম্যান ফ্রেডরিক এক্সট্রমের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান হাফিজ মুহাম্মদ হাসান বাবু। নাসডাক স্টকহোম এবির কার্যালয়ে গতকাল মঙ্গলবার এ বৈঠক হয়। ডিএসইর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে ডিএসইর চেয়ারম্যান বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে ইউরোপীয় স্টক এক্সেচেঞ্জগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এ সময় নাসডাক স্টকহোম এবির চেয়ারম্যান ফ্রেডরিক এক্সট্রম তাঁদের পণ্য তালিকাভুক্তি ও তালিকাচ্যুতির প্রক্রিয়া এবং বাজার পরিচালনার ক্ষেত্রে নাসডাক স্টকহোম এবির পরিচালনা পর্ষদের ভূমিকার বিষয়ে ডিএসইর চেয়ারম্যানকে অবহিত করেন।

বৈঠকে ডিএসইর চেয়ারম্যান জানান, ঢাকা স্টক এক্সচেঞ্জ ২০১৪ সাল থেকে নাসডাক ওএমএক্সের ম্যাচিং ইঞ্জিন ও সুইডেনভিত্তিক কোম্পানি ট্রাপেটস এবির মার্কেট সার্ভেইল্যান্স সফটওয়্যার ব্যবহার করছে। এ ছাড়া ডিএসইর চেয়ারম্যান পণ্য এবং প্রযুক্তির উন্নয়নে জ্ঞান বিনিময় ও পারস্পরিক সহযোগিতা, বাজার তদারকি ও বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। পরে ডিএসই ও নাসডাক স্টকহোম এবির পারস্পরিক সহযোগিতাবিষয়ক একটা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।