শেয়ারবাজারের ভালো শুরুটা দিন শেষে মিলিয়ে গেল
দেশের শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসটি সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শুরু হলেও দিন শেষে তা ম্রিয়মান হয়ে গেল। এতে দিন শেষে সূচক ও লেনদেনে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের ৬ হাজার ২৬৯ পয়েন্টের অবস্থানে অপরিবর্তিত ছিল। আর দিন শেষে লেনদেন কমেছে আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা।
ভালো মৌলভিত্তির শেয়ারে ঋণ প্রদানের ক্ষেত্রে ঋণের শর্ত শিথিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ রোববার থেকে শর্ত শিথিলের এ নির্দেশনা কার্যকর হয়েছে। এতে দিনের শুরুটা ভালোই হয়েছিল শেয়ারবাজারে। লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটের মধ্যেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়েছিল। লেনদেনেও ছিল ভালো গতি। কিন্তু দুপুর ১২টার পর থেকে সূচক ও লেনদেনের গতি কমে আসে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত কয়েক দিনে বাজারে কিছুটা গতি সঞ্চার হওয়ায় অনেকে মুনাফা তুলে নেওয়ার চেষ্টায় রয়েছেন। তাই শেয়ারের দাম বাড়লে তাতে বিক্রির চাপও বেড়ে যায়। এ অবস্থার কারণে সূচক ও লেনদেনে শেষ পর্যন্ত বড় ধরনের কোনো প্রভাব বা পরিবর্তন দেখা যায়নি।
তালিকাভুক্ত ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ বাড়াতে ঋণসুবিধা বাড়ালেও আজকের বাজারে ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ারের দামের খুব বেশি হেরফের হয়নি। বাছাই করা ভালো মৌলভিত্তির ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি উল্টো কমেছে। ডিএস-৩০-তে অন্তর্ভুক্ত ৩০ কোম্পানির মধ্যে ২০টির দামেরই কোনো পরিবর্তন হয়নি।
ঢাকার বাজারে আজ দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৮৪৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা কম। ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৪৭ প্রতিষ্ঠানের মধ্যে ২১০টিরই দাম অপরিবর্তিত ছিল। আর দাম কমেছে ৭৬টির আর বেড়েছে ৬১টির। লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ার। এদিন কোম্পানিটির ৪৯ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ৬ টাকা বা ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ টাকায়।
শেয়ারের বিপরীতে ঋণের শর্ত শিথিল করে গত সপ্তাহের সর্বশেষ কার্যদিবস বুধবার নতুন নির্দেশনা জারি করে বিএসইসি। তাতে বলা হয়, এখন থেকে ‘এ’ শ্রেণিভুক্ত ৩০ কোটি টাকার পরিশোধিত মূলধনের কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে ৫০ মূল্য আয় অনুপাত বা পিই রেশিও পর্যন্ত ঋণসুবিধা পাবেন বিনিয়োগকারীরা। আগে ৫০ কোটি টাকার পরিশোধিত মূলধনের কোম্পানিগুলোকে এ সুবিধা দেওয়া হতো। সেই শর্ত শিথিল করে এখন ৩০ কোটিতে নামিয়ে আনা হয়েছে।