তারল্য–সংকট মোকাবিলায় জমি ইজারা দিচ্ছে ইনটেক লিমিটেড

তারল্য–সংকট মোকাবিলায় ইনটেক লিমিটেড জমি ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, ময়মনসিংহ জেলার তারাকান্দি উপজেলায় কোম্পানির মালিকানাধীন ৩০ একর অব্যবহৃত জমি বিশ্বাস অ্যাগ্রো ফিশারিজ লিমিটেডকে আগামী পাঁচ বছরের জন্য ইজারা দেওয়া হবে।

ইজারার জন্য একরপ্রতি বার্ষিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার টাকা। আগামী মার্চ থেকে এই ইজারা চুক্তি কার্যকর হবে, শেষ হবে ২০২৮ সালের ফেব্রুয়ারি মাসে।

সকাল ১১টায় এই প্রতিবেদন লেখার সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেডের শেয়ারদর ছিল ২১ দশমিক ৮০ টাকা। সকালে লেনদেন শুরু হওয়ার পর তা সর্বোচ্চ ২৩ দশমিক ২০ টাকায় উঠেছিল।

গত এক বছরে ইনটেক লিমিটেডের সর্বনিম্ন ও সর্বোচ্চ শেয়ারদর ছিল যথাক্রমে ১৬ ও ৩৪ দশমিক ৯০ টাকা।

ডিএসইর তথ্যানুসারে, ইনটেক লিমিটেডের পরিশোধিত মূলধন ৩১ কোটি ৩২ লাখ টাকা এবং অনুমোদিত মূলধন ১২০ কোটি টাকা।

ইনটেক লিমিটেড মূলত স্টক লভ্যাংশ দিয়ে থাকে। ২০০৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তারা ১০ থেকে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। ২০২০ সালে তারা ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।