শেয়ারবাজারে দেড় ঘণ্টায় লেনদেন ৪৪৫ কোটি টাকা ছাড়িয়েছে

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম দেড় ঘণ্টার লেনদেনে ইতিবাচক ধারা দেখা গেছে। প্রথম দেড় ঘণ্টা শেষে ডিএসইর তিনটি সূচকই ঊর্ধ্বমুখী ছিল। এ সময়ে লেনদেন ছাড়িয়েছে ৪৪৫ কোটি টাকার বেশি।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ছিল নির্মাণ, সিরামিক, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং খাদ্য ও ওষুধ খাতের কোম্পানিগুলো।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ার। প্রথম দেড় ঘণ্টায় কোম্পানিটির প্রায় ৬৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে ছিল তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম। এই কোম্পানির মোট ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেড় ঘণ্টায় এটির প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনটি সূচকের মধ্যে প্রধান সূচক ডিএসই এক্স ও ডিএসইএস নিম্নমুখী ছিল। আর ডিএস ৩০ সূচক ঊর্ধ্বমুখী ছিল। এর মধ্যে প্রধান সূচক ডিএসই এক্স ৩০ দশমিক ১২ পয়েন্ট কমে ৬ হাজার ৩৯৫ পয়েন্টে, ডিএসইএস সূচক ২ দশমিক ৭১ পয়েন্ট কমে ১ হাজার ৩৯১ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস ৩০ সূচক ৫ দশমিক ৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ১৭১ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইতে প্রায় ১ হাজার ৬৪৬ কোটি টাকার লেনদেন হয়।