আপাতত কোনো কোম্পানি ‘জেড’ শ্রেণিভুক্ত হচ্ছে না

শেয়ারবাজারপ্রতীকী ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি আপাতত ‘জেড’ শ্রেণিভুক্ত হবে না। পরবর্তী লভ্যাংশের ঘোষণা না দেওয়া পর্যন্ত শ্রেণি পরিবর্তন হবে না তালিকাভুক্ত কোনো কোম্পানির। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে।

বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানিকে নিয়মনীতি পরিপালন না করার (নন কমপ্লায়েন্স) জন্য জেড শ্রেণিভুক্ত করতে পারবে না কোনো স্টক এক্সচেঞ্জ। এ ধরনের পরিস্থিতিতে কোনো কোম্পানির শ্রেণি পরিবর্তন করতে হলে আগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।

বিএসইসি বলছে, তালিকাভুক্ত কোনো কোম্পানি পরপর দুই বছর লভ্যাংশ না দিলে, বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করলে সেই কোম্পানিকে দুর্বল মানের কোম্পানি হিসেবে জেড শ্রেণিভুক্ত করা হবে। তবে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য কোম্পানির ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন লভ্যাংশকে শ্রেণি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে। এ ছাড়া কোনো কোম্পানির উৎপাদন কার্যক্রম ছয় মাস বা তার বেশি সময় ধরে বন্ধ থাকলে সেটিও জেড শ্রেণিভুক্ত হবে। তবে এ ক্ষেত্রে কারখানা আধুনিকায়নের ঘোষণা দিয়ে কোনো কোম্পানি উৎপাদন বন্ধ রাখলে তাদের ক্ষেত্রে এ শর্ত কার্যকর হবে না। আবার তালিকাভুক্ত কোনো কোম্পানির রিটেইনড আর্নিংস ওই কোম্পানির পরিশোধিত মূলধনের বেশি হলে সেটিও জেড শ্রেণিভুক্ত হবে।

বিএসইসি বলেছে, শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে জেড শ্রেণিভুক্ত করার যে বিধান করা হয়েছে, তা সামনের লভ্যাংশ ঘোষণার পর থেকে কার্যকর হবে। এর ফলে আপাতত কোনো কোম্পানি জেড শ্রেণিভুক্ত হবে না। সাধারণত শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো জুন ও ডিসেম্বর শেষে লভ্যাংশ ঘোষণা করে থাকে। যেসব কোম্পানির আর্থিক বছর জুলাই-জুনভিত্তিক, তারা লভ্যাংশ ঘোষণা করে অক্টোবরের মধ্যে। আর যেসব কোম্পানির আর্থিক বছর ডিসেম্বরে শেষ হয়, সেগুলো লভ্যাংশ ঘোষণা করে এপ্রিলের মধ্যে। আর্থিক বছর শেষ হওয়ার চার মাসের মধ্যে লভ্যাংশ ঘোষণার বিধান রয়েছে।

বিএসইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া শেয়ারবাজারের জেড শ্রেণিভুক্ত কোনো কোম্পানির উদ্যোক্তা-পরিচালক নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়া শেয়ার ক্রয়-বিক্রয়, হস্তান্তর করতে পারবেন না। শেয়ারবাজার বা শেয়ারবাজারের বাইরেও এসব উদ্যোক্তা-পরিচালকের শেয়ার ক্রয়-বিক্রয় ও হস্তান্তরে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

কয়েক দিন ধরে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে গুজব ছিল, অর্ধশতাধিক কোম্পানি জেড শ্রেণিভুক্ত হতে যাচ্ছে। এ গুজবকে ঘিরে শেয়ারবাজারে কয়েক দিন দরপতনও ঘটেছে। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থা নতুন নির্দেশনা দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে।