লেনদেনের শীর্ষ পাঁচে আলহাজ্ব টেক্সটাইল ও শিপিং করপোরেশন

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

সপ্তাহের প্রথম দিনে আজ ঢাকার শেয়ারবাজারে মূল্যবৃদ্ধির শীর্ষে আছে বিমা খাত। এই খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম আজ দাম বেড়েছে।

আজ লেনদেনের বিশেষ একটি দিক হলো, অনেক দিন পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে আলহাজ্ব টেক্সটাইল এবং চতুর্থ স্থানে আছে বাংলাদেশ শিপিং করপোরেশন। নতুন করে এই কোম্পানি দুটি আজ লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় উঠে এসেছে।

গত কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় আজও লেনদেনের শীর্ষে ফুওয়াং ফুডস।
এ ছাড়া আজ বিমা খাত ছাড়াও মূল্যবৃদ্ধিতে এগিয়ে আছে খাদ্য ও সিমেন্ট খাত। অন্যান্য খাতের মধ্যে কেউ মূল্যবৃদ্ধিতে এককভাবে এগিয়ে না থাকলেও কিছু কোম্পানির দাম বেড়েছে, বেশির ভাগেরই দাম অপরিবর্তিত। এগুলোর দাম সর্বনিম্ন মূল্যস্তরে আটকে আছে।

তবে আজ সকাল থেকে লেনদেনে ধীর গতি দেখা যাচ্ছে; কারণ লেনদেনের তালিকার শীর্ষে থাকা আলহাজ্ব টেক্সটাইল ও ফুওয়াং ফুডসের মতো কোম্পানির শেয়ার খুব একটা লেনদেন হচ্ছে না।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলহাজ্ব টেক্সটাইলের আজ সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে। যে কারণে এই শেয়ারের আজ বিক্রেতা কম এবং লেনদেনও বেশি হচ্ছে না।

আজ দিনের প্রথম এক ঘণ্টা ৫০ মিনিট লেনদেনের পর ঢাকার বাজারের তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ দশমিক ২৬ পয়েন্ট; ডিএসইএস সূচক বেড়েছে শূন্য দশমিক ২৫ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৫৭ পয়েন্ট।

দিনেরা প্রথম এক ঘণ্টা ৫০ মিনিটে মোট ২৭৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।