লেনদেনের ১০ শতাংশই খাদ্য খাতের দুই কোম্পানির

আজ ঢাকার শেয়ারবাজারে খাদ্য, আইটি ও বস্ত্র খাতের শেয়ারের দর বেড়েছে। তবে এর মধ্যে খাদ্য খাতের দাপটই বেশি। বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকার বাজারে যত লেনদেন হয়েছে, তার মধ্যে ১০ শতাংশই হয়েছে খাদ্য খাতের দুই কোম্পানির।

আজ ফুওয়াং ফুডসের শেয়ারদর সর্বোচ্চ ১০ শতাংশ হারে বেড়েছে। এমারেল্ড অয়েলের শেয়ারের দাম গত কয়েক দিন ধরেই অস্বাভাবিক হারে বাড়ছে। মূলত এই দুটি কোম্পানির শেয়ারদর বৃদ্ধির কারণে ঢাকার শেয়ারবাজারে আজ খাদ্য খাতের দাপট দেখা যাচ্ছে।
বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকার বাজারের তিনটি সূচকের মধ্যে দুটি সূচক ঊর্ধ্বমুখী। ডিএসইএক্স সূচক বেড়েছে ৫ দশমিক ৫৪ পয়েন্ট, ডিএসইএস সূচক বেড়েছে ৩ দশমিক ৪৭ পয়েন্ট, তবে ডিএস ৩০ সূচক কমেছে শূন্য দশমিক ৭১ পয়েন্ট।

লেনদেনর তালিকায় শীর্ষে আছে এলআরবিডিএল, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি টাকার; দ্বিতীয় স্থানে আছে ফুওয়াং ফুড, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার; তৃতীয় স্থানে আছে এডিএনটেল, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৬ লাখ টাকার।

বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে ৩৭৭ কোটি টাকার শেয়ার। এর মধ্যে খাদ্য খাতের দুই কোম্পানি ফুওয়াং ও এমারেল্ড অয়েলের শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৩৭ কোটি টাকার। অর্থাৎ মোট লেনদেনের ১০ শতাংশই হয়েছে এই দুই কোম্পানি।