সংকটেও বেড়েছে মুনাফা, ১০ শতাংশ লভ্যাংশ দেবে ইউসিবি

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি ২০২২ সালের জন্য শেয়ারধারীদের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। তার মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। গত মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। আজ বুধবার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়েছে।

২০২১ সালেও ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। যার পুরোটাই ছিল বোনাস বা স্টক লভ্যাংশ। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি ব্যাংকটি ২০২২ সালের মুনাফার তথ্যও প্রকাশ করেছে। গত বছর ব্যাংকটি মুনাফা করেছে ৩৩০ কোটি ৪৭ লাখ টাকা। বছর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা মুনাফা দাঁড়িয়েছে ২ টাকা ৩৫ পয়সা। ২০২১ সালে যা ছিল ১ টাকা ৭৮ পয়সা।

মুনাফা বৃদ্ধি ও লভ্যাংশের খবরেও ব্যাংকটির শেয়ারের দামের কোনো হেরফের হয়নি। বর্তমানে এটির শেয়ার ১৩ টাকায় নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেওয়া সর্বনিম্ন মূল্যস্তরে আটকে আছে।