বিক্রি বেড়েছে আইসক্রিমের, দ্বিগুণ মুনাফা লাভেলোর

শেয়ারবাজারগ্রাফিকস মো. মাহাফুজার রহমান

প্রচণ্ড গরম ও রমজানের কারণে আইসক্রিমের বিক্রি বেড়ে গেছে। তাতে ভালো মুনাফা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসক্রিম প্রস্তুত ও বিপণনকারী কোম্পানি লাভেলোর। কোম্পানিটি গতকাল মঙ্গলবার তাদের গত জানুয়ারি-মার্চের যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তা থেকে এ তথ্য পাওয়া গেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ-এ তিন মাসে কোম্পানিটি ৪০ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে তাদের বিক্রির পরিমাণ ছিল ২৪ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে লাভেলোর বিক্রি বেড়েছে ১৬ কোটি টাকার বা প্রায় ৬৭ শতাংশ। বিক্রি বেড়ে যাওয়ায় কোম্পানিটির মুনাফাও বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটি কর-পরবর্তী মুনাফা করেছে ৬ কোটি টাকা, আগের বছরের একই সময়ে মুনাফা করেছিল প্রায় সাড়ে তিন কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে আড়াই কোটি টাকা বা প্রায় ৭৩ শতাংশ।

কোম্পানির কর্মকর্তারা বলছেন, এ বছর আগেভাগে গরম পড়তে শুরু করেছে। পাশাপাশি তীব্র গরমের মধ্যে মার্চ থেকে শুরু হয়েছে রমজান। দুইয়ে মিলিয়ে বছরের প্রথম তিন মাসে আইসক্রিমের চাহিদা বেড়েছে। এ ছাড়া গত বছরের তুলনায় দামও বেড়েছে। সব মিলিয়ে বিক্রি ও মুনাফা বেড়েছে।

লাভেলোর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত আইসক্রিমের বিক্রি বাড়তে শুরু করে ফেব্রুয়ারি থেকে। কয়েক মাস ধরে চলে মৌসুমি এ ব্যবসা। কিন্তু এবার জানুয়ারি থেকে গরমের প্রকোপ শুরু হওয়ায় পুরোদমে বিক্রি শুরু হয়ে যায়।

এ বিষয়ে লাভেলোর ইন্টারনাল নিরীক্ষা বিভাগের প্রধান মো. মহিউদ্দিন সরদার প্রথম আলোকে বলেন, ‘গত বছরের চেয়ে এ বছরের প্রথম প্রান্তিকে আমরা ভালো ব্যবসা করেছি। রমজানের পাশাপাশি গরমের তীব্রতা আগেভাগে শুরু হওয়ায় আইসক্রিমের বিক্রি বেড়েছে। এতে মুনাফা ও বিক্রি উভয়ই বেড়েছে।’

তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের পাশাপাশি কোম্পানিটি চলতি অর্থবছরের ৯ মাসের আর্থিক তথ্যও প্রকাশ করেছে। সেই তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মার্চ-এই ৯ মাসে কোম্পানিটি ৮২ কোটি ২৯ লাখ টাকার ব্যবসা করেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল প্রায় ৭৫ কোটি টাকা।