দ্বিতীয় প্রান্তিকে ফাইন ফুডসের মুনাফা বেড়েছে ২২৭%

শেয়ারবাজারপ্রতীকী ছবি

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে ফাইন ফুডসের। ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ১৮ পয়সা; গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৩৬ পয়সা। অর্থাৎ, এই সময় কোম্পানিটির মুনাফা বেড়েছে ২২৭ শতাংশ।

গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৮১ পয়সা; গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৩৮ পয়সা। অর্থাৎ চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭৬ গুণ হয়েছে।

গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ২৭ পয়সা।

আজ সকালে এই প্রতিবেদন লেখার সময় ফাইন ফুডসের শেয়ারের দাম ছিল ২২০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২৭৭ দশমিক ৫০ টাকা। সর্বনিম্ন দাম ছিল ১১৬ দশমিক ২০ টাকা।

চলতি সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে গিয়েছিল ফাইন ফুডস।