আজও লেনদেনের শীর্ষে উৎপাদনে না থাকা খান ব্রাদার্স

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

আজও ঢাকার শেয়ারবাজারে লেনদেনের তালিকায় শীর্ষে আছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। আজ দিনের প্রথম ৫০ মিনিটে এই কোম্পানির শেয়ারদর বেড়েছে শূন্য দশমিক ৫১ শতাংশ, যদিও প্রথম ৪০ মিনিটে তার দাম বেড়েছিল ১ দশমিক ০৩ শতাংশ।  

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে খান ব্রাদার্সের শেয়ারের দর বেড়েছে সাড়ে ৪ টাকা বা ৩০ শতাংশ। তাতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে মূল্যবৃদ্ধির শীর্ষে জায়গা করে নেয় কোম্পানিটি।

আজ লেনদেনের তালিকায় শীর্ষে থাকলেও এক বছরের বেশি সময় ধরে উৎপাদনে নেই খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। রপ্তানিমুখী ব্যাগ তৈরির কারখানা বন্ধ করে ওই কারখানায় এখন ভাড়ায় অন্য কোম্পানির জন্য পণ্য উৎপাদনের কাজ করছে। কারখানা বন্ধ থাকলেও বাজারে শেয়ারের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

আজ বিমা কোম্পানি ও আইটি খাতের কোম্পানিগুলো মূল্যবৃদ্ধিতে এগিয়ে আছে। তবে বিমা খাতের কোম্পানিগুলোর মূলধন কম হওয়ার কারণে সূচকে তার প্রভাব অতটা পড়ে না। সে কারণে আজ সূচকের অতটা উত্থান হয়নি।

দিনের প্রথম ৫০ মিনিট লেনদেনের পর ঢাকার বাজারের দুটি সূচকই কমেছে। ডিএসইএক্স সূচক কমেছে ১ দশমিক ৪১ পয়েন্ট, ডিএসইএস সূচক কমেছে শূন্য দশমিক ৫৪ পয়েন্ট; তবে ডিএস ৩০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৮৭ পয়েন্ট। তবে দিনের প্রথম ৩০ মিনিটের লেনদেনে সূচকের আরও কিছুটা উত্থান হয়েছিল। পরে তা পড়ে যায়। অর্থাৎ আজ সূচকের কিছুটা উত্থান-পতন হচ্ছে।

আজ এখন পর্যন্ত লেনদেনের শীর্ষে আছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, এই কোম্পানির লেনদেন হয়েছে ৫ দশমিক ৯ কোটি টাকার শেয়ার; দ্বিতীয় স্থানে আছে অ্যাডভেন্ট, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ০৭ লাখ টাকার শেয়ার; তৃতীয় স্থানে আছে মেট্রোস্পিন, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪ দশমিক ৬ কোটি টাকার শেয়ার।

দিনের প্রথম ৫০ মিনিটে লেনদেন হয়েছে ১১৫ কোটি টাকার শেয়ার।