২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দরপতনে লেনদেন শুরু, দাম বেড়েছে দুর্বল ও নতুন কোম্পানির শেয়ারের

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও দরপতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার দিনের প্রথম ৩০ মিনিটেই ঢাকার বাজারে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। ফলে বাজারের প্রধান সূচকটিও কমে গেছে। দাম বেড়েছে নতুন ও দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ার।

দিনের প্রথম ৩০ মিনিটে ৮০ কোটি টাকার মতো শেয়ার লেনদেন হয়েছে।
আজ বেশির ভাগ কোম্পানির দরপতন ঘটায় ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারের দাম কমছে। ফলে সূচকে নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। ডিএসইতে প্রথম আধা ঘণ্টার লেনদেনে এগিয়ে ছিল প্রকৌশল, ওষুধ, ভ্রমণ, খাদ্য, সিরামিক ও বস্ত্র খাতের কোম্পানির শেয়ার।

আজ প্রথম ৩০ মিনিটে লেনদেনের শীর্ষে আছে ওষুধ খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। আধা ঘণ্টায় এই কোম্পানির ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজারে টানা দরপতনের মধ্যেও গত কয়েক দিন ধরে এই কোম্পানির শেয়ারের দর দ্রুত বাড়ছে।

সে জন্য খাত সংশ্লিষ্টরা ধারণা করছেন, এই কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির পেছনে কারসাজি আছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ নতুন তালিকাভুক্ত হওয়া কোম্পানি। তালিকাভুক্ত হওয়ার পর ইতিমধ্যে এই কোম্পানির শেয়ারের দাম ৫০ টাকা ছাড়িয়ে গেছে।

এ ছাড়া প্রথম ৩০ মিনিটের লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেড। আধা ঘণ্টায় এই কোম্পানির ৯ কোটি টাকার মতো শেয়ার লেনদেন হয়। এই কোম্পানিটি বিনিয়োগকারীদের গত বছরও ভালো লভ্যাংশ দিতে পারেনি। এটি লোকসানি কোম্পানি। এই শেয়ারের দাম আজ প্রথম ৩০ মিনিটে এক টাকার মতো বেড়েছে। এ ধরনের একটি দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ারের এ রকম উত্থানকেও কারসাজির ঘটনা বলে ধারণা করছেন বাজার সংশ্লিষ্টরা।

আর আধা ঘণ্টায় তৃতীয় অবস্থানে থাকা ওষুধ খাতের আরেক কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। এটিও দুর্বল মানের কোম্পানি। প্রথম ৩০ মিনিটে এই কোম্পানির ৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থাৎ দেখা যাচ্ছে, আজ প্রথম ৩০ মিনিটে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর বেশির ভাগই দুর্বল মৌলভিত্তির; এবং কারসাজির মাধ্যমে যেসব শেয়ারের দাম বাড়ছে, বাজারে সেই সব কোম্পানিরই আধিক্য। এসব কারণে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থারও কিছুটা সংকট দেখা যাচ্ছে।

অন্যদিকে যেসব কোম্পানি ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে পরিচিতি, সেগুলোর দরপতন হচ্ছে। আজ প্রথম ৩০ মিনিটে শেয়ারবাজারের সূচকের পতনের পেছনে যে কটি প্রতিষ্ঠানের বড় ভূমিকা রেখেছে, তার মধ্যে আছে বীকন ফার্মা ও বেক্সিমকো ফার্মার মতো প্রতিষ্ঠান।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনটি সূচকই ছিল নিম্নমুখী। এদের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৭৭ পয়েন্ট কমে ৫ হাজার ৬৮৭ পয়েন্টে এবং ডিএসইএস ১৫ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১ হাজার ২৪৭ পয়েন্টে ছিল; এ ছাড়া ডিএস ৩০ সূচক ২২ দশমিক ৭৮ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৫ পয়েন্টে ছিল। ডিএসইতে গত বৃহস্পতিবার শেয়ার লেনদেন হয় প্রায় ৫২৩ কোটি টাকার।