যমুনা অয়েলের মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ

শেয়ারবাজারপ্রতীকী ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের সরকারি কোম্পানি যমুনা অয়েলের মুনাফা বেড়েছে। কোম্পানিটি চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই–মার্চ) করপরবর্তী মুনাফা করেছে ৪০৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৯৪ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ১১১ কোটি টাকা বা ৩৮ শতাংশ বেড়েছে।

গত রোববার যমুনা অয়েলের পরিচালনা পর্ষদের সভায় গত তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। আজ সোমবার তা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে। মুনাফা বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএসও বেড়েছে।

চলতি অর্থবছরের ৯ মাস শেষে যমুনা অয়েলের ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৬৫ পয়সায়। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৬ টাকা ৬০ পয়সা।