অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান এবং ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের সভাপতি রিচার্ড ডি রোজারিও।

বাণিজ্যমন্ত্রী বলেন, অনেক মানুষ গুজব ছড়ায়। গুজবে মনোযোগ দেওয়া ঠিক হবে না। সংকটের মধ্যেও যেমন পোশাক খাতের রপ্তানি বেড়েছে, তেমনি পুঁজিবাজারও ঘুরে দাঁড়াবে।

বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘একটি পূর্ণাঙ্গ বাজার গড়তে কাজ করতে চাই। শেয়ারবাজারে শিক্ষার গুরুত্ব অনেক। তাই জেনেশুনে বিনিয়োগ করতে হবে। গুজবে কান দেওয়া যাবে না।’ তিনি বলেন, ‘১২ বছরে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে আমরাও সামনের দিকে এগিয়ে যেতে পারি।’

সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, দেশে নিবন্ধিত কোম্পানির সংখ্যা অনেক হলেও শেয়ারবাজারে তাদের উপস্থিতি একেবারে কম। পোশাক খাতের প্রতিষ্ঠানগুলোর বাজারে আসা উচিত।

তিন দিনের এই প্রদর্শনীতে ৩৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

 আজ শুক্রবার সকালে ‘বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার’ এবং বিকেলে ‘সরকারি মালিকানার কোম্পানিগুলোর তালিকাভুক্তি: বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক দুটি সেমিনার রয়েছে। শনিবার এক্সপোর সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি থাকবেন।