মূল ব্যবসার চেয়ে সুদ বাবদ আয় বেশি, মুনাফা বৃদ্ধিতে বাড়ল শেয়ারের দামও

শেয়ারবাজার

মূল ব্যবসার চেয়ে সুদ আয় বেশি শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেনা কল্যাণ ইনস্যুরেন্সের। আর তাতে কোম্পানিটির মুনাফা বেড়েছে চলতি বছরের প্রথম ছয় মাসে। মুনাফা বেড়ে যাওয়ায় বেড়েছে শেয়ারপ্রতি আয় বা ইপিএসও। আর মুনাফা বৃদ্ধির খবরে আজ মঙ্গলবার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারেরও দাম বেড়েছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ চলতি বছরের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে সেনা কল্যাণ ইনস্যুরেন্স। তাতে দেখা যাচ্ছে, গত জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে কোম্পানিটি মুনাফা করেছে প্রায় ১১ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকা বা সাড়ে ৪৭ শতাংশ বেশি।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে বিমা খাতের কোম্পানিটি তাদের বিমা ব্যবসা থেকে আয় করেছে প্রায় সাড়ে চার কোটি টাকা। একই সময়ে সুদ, লভ্যাংশ ও অন্যান্য খাত থেকে সুদ বাবদ আয় করেছে সোয়া ছয় কোটি টাকার বেশি, যা গত বছরের একই সময়ে ছিল প্রায় চার কোটি টাকা বেশি। সুদ বাবদ গত বছরের চেয়ে আয় সোয়া দুই কোটি টাকা বেড়ে যাওয়ায় সার্বিকভাবে মুনাফাও বেড়েছে। চলতি বছরের অর্ধবার্ষিক হিসাবে সেনা কল্যাণ ইনস্যুরেন্সের শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৬ পয়সা, গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৩২ পয়সা।

খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত বছরের জুলাই থেকে ব্যাংক খাতে বেঁধে দেওয়া সুদহার তুলে নেওয়া হয়। এর ফলে ঋণ ও আমানতের সুদ বাড়তে শুরু করে। চলতি বছরের প্রথমার্ধে এসে ব্যাংকের সুদহার বেড়ে ১৫ শতাংশ পর্যন্ত উঠেছে। পাশাপাশি সরকারি ট্রেজারি বিল, বন্ডের সুদও বেড়েছে। সুদহার বেড়ে যাওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি, যারা ব্যাংকে বড় অঙ্কের আমানত জমা রেখেছে, তাদের সুদ বাবদ আয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে। এতে কোম্পানিগুলো ভালো মুনাফা করেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে অগ্নিবিমা ও মেরিন বিমা ব্যবসা থেকে সেনা কল্যাণ ইনস্যুরেন্সের আয় বাড়লেও মোটর বিমা থেকে আয় কমে গেছে। গত জানুয়ারি-জুন সময়ে মোটর বিমার প্রিমিয়াম বাবদ কোম্পানিটি আয় করেছে প্রায় ৩৫ লাখ টাকা, গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫২ লাখ টাকা।

এদিকে বছরের ৬ মাসে মুনাফা বৃদ্ধির খবরে আজ ঢাকার বাজারে প্রথম দেড় ঘণ্টার লেনদেন শেষে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম ৩ টাকা ২০ পয়সা বা পৌনে ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা ৬০ পয়সায়। এ সময়ের মধ্যে কোম্পানিটির প্রায় আড়াই লাখ শেয়ারের হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল সোয়া এক কোটি টাকার বেশি।

২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় সেনা কল্যাণ ইনস্যুরেন্স। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও মাধ্যমে ওই সময়ে কোম্পানিটি ১৬ কোটি টাকা সংগ্রহ করে। কোম্পানিটি তাদের আইপিও অর্থ বিনিয়োগের পরিকল্পনায় জানিয়েছিল, বাজার থেকে সংগ্রহ করা ১৬ কোটি টাকার মধ্যে ৩ কোটি টাকা সরকারি ট্রেজারি বন্ড ও মিউচুয়াল ফান্ডে, ৩ কোটি ২০ লাখ টাকা শেয়ারবাজারে, আড়াই কোটি টাকা রিয়েল এস্টেট খাতে এবং ৬ কোটি ২০ লাখ টাকা বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত ও করপোরেট বন্ডে বিনিয়োগ করা হবে। বাকি ১ কোটি ১০ লাখ টাকা আইপিও প্রক্রিয়ার জন্য খরচ করা হয়।

আইপিও টাকা সরকারি বন্ড, শেয়ারবাজার ও ব্যাংকে স্থায়ী আমানত রাখার যে ঘোষণা কোম্পানিটি দিয়েছিল, এখন সেসব খাতে বিনিয়োগের সুফল পাচ্ছে কোম্পানিটি। কারণ, ট্রেজারি বিল ও ব্যাংকের সুদহার ক্রমেই বাড়ছে।