গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণার প্রভাব শেয়ারের দামে 

গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণার ধাক্কা লেগেছে শেয়ারবাজারেও। বিশেষ করে যেসব শিল্পে গ্যাসের এ বাড়তি দামের সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় রয়েছে, সেসব শেয়ারের দাম পড়ে গেছে। যার প্রভাব পড়েছে লেনদেনেও। আগের দিনের তুলনায় গতকাল বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৩৪৩ কোটি টাকা বা ৩৭ শতাংশ কমেছে।

এমনিতে শেয়ারবাজারের বেশির ভাগ কোম্পানির শেয়ার সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে। চলতি সপ্তাহের শুরু থেকে বাজারে কিছুটা গতি আসায় ধীরে ধীরে কিছু কোম্পানির শেয়ারের দাম সর্বনিম্ন মূল্যস্তরের ওপরে উঠে আসে। তাতে লেনদেনও বেড়ে ৯০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। কিন্তু গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা নতুন করে শেয়ারবাজারের জন্য দুঃসংবাদ বয়ে আনল। 

ডিএসই তথ্য অনুযায়ী, গতকালের বাজারে দরপতনে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানিগুলো। এ খাতের তালিকাভুক্ত ৫৮ কোম্পানির মধ্যে ৩৬টিরই দাম বর্তমানে সর্বনিম্ন মূল্যস্তরে আটকে আছে। আর ২২টির দাম সর্বনিম্ন মূল্যস্তরের ওপরে রয়েছে। এই ২২টি কোম্পানির মধ্যে ২১টিরই দাম কমেছে গতকাল। আর দাম বেড়েছে মাত্র ১টির। একই অবস্থা সিমেন্ট খাতের কোম্পানির শেয়ারের ক্ষেত্রেও। এ খাতের তালিকাভুক্ত সাত কোম্পানির মধ্যে চারটিই আটকে আছে সর্বনিম্ন মূল্যস্তরে। বাকি তিনটির দাম ওই মূল্যস্তরের ওপরে রয়েছে। সেই তিনটিরই দাম গতকাল কমেছে।

বাজার–সংশ্লিষ্টরা বলছেন, গত মে মাস থেকে ডলার–সংকটের কারণে এমনিতেই আমদানিনির্ভর উৎপাদন খাতের বেশির ভাগ কোম্পানি বড় ধরনের সমস্যায় রয়েছে। সিমেন্টসহ উৎপাদননির্ভর অনেক খাতের কোম্পানি এরই মধ্যে হয় লোকসানে চলে গেছে, নয়তো বড় ধরনের মুনাফা হারিয়েছে। এ অবস্থায় নতুন করে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা এসব খাতের কোম্পানিকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করবে। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব সব ধরনের শিল্পের ওপরই প্রভাব ফেলবে। তবে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন কয়েকটি খাতের মধ্যে শীর্ষে রয়েছে বস্ত্র, সিমেন্ট, সিরামিক খাত। তাই গতকালের বাজারে এসব খাতের কোম্পানির শেয়ারের দামে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। 

জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণার তাৎক্ষণিক প্রভাব বাজারে পড়েছে। বিশেষ করে যেসব কোম্পানির ওপর গ্যাসের দামের প্রভাব বেশি, সেগুলোর দাম বেশি কমেছে। এমনিতেই বস্ত্র খাতের কোম্পানিগুলোর আয় গত কয়েক প্রান্তিকে খারাপ অবস্থায় রয়েছে। এর মধ্যে নতুন করে গ্যাসের দাম বাড়লে এসব কোম্পানির আয়ের আরও নেতিবাচক প্রভাব পড়বে।