দেখা গেছে, হিসাব বছরের প্রথম দুই প্রান্তিকে, অর্থাৎ মোট ছয় মাসে (জুন ’২২-ডিসেম্বর ’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৩১ পয়সা।

এ ছাড়া ৩১ ডিসেম্বর ২০২২ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৫৯ পয়সা। গত বছরের ৩০ জুনে যা ছিল ১৪ টাকা ১২ পয়সা।

২০২২ সালের জুলাই-ডিসেম্বর সময়ে বিডি থাই ফুড লিমিটেডের শেয়ারপ্রতি নিট পরিচালন ক্যাশ ফ্লো ছিল ১৮ পয়সা, ২০২১ সালের একই সময়ে যা ছিল ৩৯ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যানুসারে, ২০২২ সালের ২৪ জানুয়ারি বিডি থাই ফুডের শেয়ার লেনদেন শুরু হয়। কোম্পানির পরিশোধিত মূলধন ৮১ কোটি ৫০ লাখ টাকা আর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা।

আজ এই প্রতিবেদন লেখার সময় বিডি থাই ফুডের শেয়ারমূল্য ছিল ৩৭ দশমিক ২০ টাকা। আজ সর্বোচ্চ দর ছিল ৩৯ দশমিক ২০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর সর্বোচ্চ ৫৬ দশমিক ৫০ টাকায় উঠেছিল।